নাসির-তামিমার বিয়েকাণ্ডে মামলা : অভিযোগ গঠনের আদেশ ৯ ফেব্রুয়ারি

আগের সংবাদ

ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত : যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য, আইসোলেশনের সময়সীমা ৫ দিনের বেশি চান বিশেষজ্ঞরা

পরের সংবাদ

ভেড়ামারা : মাড়াই যন্ত্রের গাড়ি উল্টে শিশু শ্রমিক নিহত

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : ভেড়ামারা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত মাড়াই যন্ত্রের গাড়ি উল্টে শিমুল হোসেন (১৬) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভেড়ামারা-আল্লারদর্গা সড়কের সাতবাড়িয়া সোনার বাংলা মুড়ি ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ধরমপুর ইউনিয়নের কাজিহাটা দক্ষিণপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুল হেসেন গ্রামে গ্রামে গিয়ে যন্ত্র দিয়ে ধান-গম মাড়াইয়ের কাজ করত। এদিন ভেড়ামারা থেকে শ্যালো ইঞ্জিনচালিত ধান-গম মাড়াইয়ের গাড়ি নিয়ে কাজিহাটা যাওয়ার পথে গাড়িটি উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, গাড়িটা নিজে থেকেই উল্টে যায়। এতে চাপা পড়ে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়