ঢামেকে আগুন আতঙ্ক, রোগীর স্বজনদের ছুটাছুটি

আগের সংবাদ

কড়া নির্দেশনা কার্যকরে ঢিলেমি

পরের সংবাদ

পল্লবী থানার ওসি পারভেজের বিরুদ্ধে মামলার আবেদন

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : অভিযান চালানোর নাম করে বাড়ির ভেতর ভাঙচুর ও মূল্যবান সম্পদ লুট করার অভিযোগে রাজধানীর পল্লবী থানার ওসি পারভেজ ইসলামসহ ১৭ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে পারভেজ আহম্মদ নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটির আবেদন করেন। এরপর বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে আগামী রবিবার এ বিষয়ে আদেশ দেবেন বলে দিন ধার্য করেছেন।
মামলাটির বাকি আসামিরা হলো- থানাটির পুলিশের উপপরিদর্শক কাউসার মাহমুদ, জহির উদ্দিন আহমেদ, নূরে আলম সিদ্দিকী, সজিব খান, মামুন কাজী, মিল্টন দত্ত, মহিদুল ইসলাম, পার্থ মল্লিক, পিন্টু কুমার, শাহরিয়ার নাঈম রোমান, মোরশেদ আলম, আনোয়ার ইসলাম, ফেরদৌস রহমান। এছাড়া সহকারী উপপরিদর্শক সোহেল মোহাম্মদ মহিউদ্দিন, হরিদাস রায়, আকিজুল ইসলাম এবং সোর্স খোকনকেও আসামি করা হয়েছে। বাদী পারভেজ আহম্মদ মামলার আবেদনের বিষয়ে নিশ্চিত করেছেন।
আসামিদের বিরুদ্ধে মামলাটিতে বাদী অভিযোগ করেন, ২০২১ সালের ১ নভেম্বর আসামি পল্লবী থানার ওসি পারভেজ ইসলামসহ অন্যরা বাদীর ঘরের তালা ভেঙে অভিযান পরিচালনা করেন। ঘরের বিভিন্ন গোপন স্থানে থাকা মূল্যবান শাড়ি, টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় আসামিরা বাসার সিসি ক্যামেরা ভাঙচুর করে ছবি ধারণযন্ত্র নিয়ে যায়। এতে বাদীর ১২ লাখ টাকার ক্ষতি হয়। বাসায় বাদী না থাকায় তার ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয় বলে উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়