আগ্নেয়াস্ত্র উদ্ধার : আরসাপ্রধানের ভাই শাহ আলী আটক

আগের সংবাদ

বালু ব্যবসায়ীদের কারণে ৩ মাস ধরে বন্ধ ড্রেজার : নদী পুনরুদ্ধার কাজে বাধা

পরের সংবাদ

কেরানীগঞ্জ : বাসা থেকে ডেকে নিয়ে পুলিশের সোর্স হত্যা

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে সায়মন ওরফে নুরে আলম (২৫) নামে পুলিশের এক সোর্সকে ছুরিকাঘাত করে খুন করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন পশ্চিম ভাগনা এলাকায় ওই যুবককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে রাতে এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সায়মনের দ্বিতীয় স্ত্রী মাহিন রহমান ঝিনুক বলেন, আমার স্বামী সায়মন ডিবি পুলিশের গাড়ি চালাত। তার বাবার নাম শাহ আলম। তারা শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার ইটালকোয়া গ্রামের বাসিন্দা। আমরা কেরানীগঞ্জের আতাসুর এলাকায় মুক্তা বেগমের বাড়িতে ভাড়া থাকতাম। গত শনিবার বিকেল ৪ টার দিকে শান্ত নামের এক লোক আমার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।
পরে রাতেই লোকমুখে জানতে পারি কে বা কারা আমার স্বামীকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি আমার স্বামী মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সায়মন বিভিন্ন সময় পুলিশের সোর্সের কাজ করত। সে বিভিন্ন সময় অনেক লোককে র‌্যাব, ডিবি পুলিশে ধরিয়ে দেয়। ধারণা করা হচ্ছে, ক্ষোভের কারণে কেউ তাকে হত্যা করেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আরস আলম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়