অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

রাজশাহীতে আগুনে পুড়ল ৩ কৃষকের পানবরজ : ৮ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : বাগমারায় আগুনে পুড়ে গেছে তিন কৃষকের পানের বরজ। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ধারণা। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গণিপুর ইউনিয়নের পোড়াকয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার আফজাল হোসেন, দুলাল উদ্দীন এবং মজিবর রহমান। তারা জানান, বিদ্যুতের লাইন থেকে হঠাৎ সৃষ্ট আগুনে পুড়ে ভস্ম হয়ে যায় তাদের পানের বরজ। এলাকার লোকজন দেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে প্রায় ৮ লাখ টাকার পান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক আফজাল হোসেন বলেন, পানের বরজের পাশ দিয়ে বিদ্যুতের লাইন নির্মাণ করা হয়েছে। সেই লাইন থেকে পানবরজে আগুন ধরে এ ক্ষতি হয়ে গেছে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন। এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, আগুনে পানবরজ পুড়ে ভস্মীভূত হওয়ার খবর শুনেছি। ওই ঘটনার ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়