অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

চিলমারীর ৫ ইউপি : ইভিএম নিয়ে ভোটারদের দ্বিধাদ্ব›দ্ব

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চিলমারীতে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ পদ্ধতির মাধ্যমে উপজেলার ৫ ইউপির ভোটাররা আগামী ৩১ জানুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে এ প্রযুক্তির মাধ্যমে ভোট নিয়ে অধিকাংশ ভোটারই শঙ্কায় থাকলেও নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন বলেছেন, এ পদ্ধতিতে ভোট কারচুপির কোনো সুযোগ নেই।
আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ওই ৫ ইউপির সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ইভিএমে ভোট দেয়া নিয়ে দ্বিধাদ্ব›েদ্ব ভুগছেন তারা। ইভিএম সম্পর্কে শিক্ষিতদের কিছুটা ধারণা থাকলেও বৃদ্ধ, অশিক্ষিত, কম শিক্ষিত ও নারী ভোটাররা প্রকাশ করেছেন শঙ্কা।
থানাহাট ইউনিয়নের আমবাড়ী এলাকার সমস্তভান বেগম (৫৪) জানান, ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, তা তারা জানেন না। শেখপাড়ার আনোয়ারা বেগম (৭৭), পুটিমারী কাজল ডাঙ্গা এলাকার নজির হোসেনকে (৮৯) ইভিএমে ভোট দেয়া নিয়ে জিজ্ঞাসা করলে বলেন, এই মেশিনটা তো চিনি না। এই প্রথম এ মেশিনের নাম শুনছি। ভোট দেয়া নাকি সহজ। সিল মারা লাগে না।
আঙুল দিয়ে চাপলেই ভোট দেয়া হবে। রাণীগঞ্জ ইউনিয়নের কুড়োর চরের খালেক মিয়া (৭৪), অষ্টমীর চর ইউনিয়নের খামার বাঁশপাতার এলাকার আয়নাল হক (৬৯) ইভিএমে ভোট দেয়া নিয়ে শঙ্কার কথা জানিয়ে বলেন, ‘লোকমুখে শুনছি, ভোট এক জায়গায় দিলে নাকি আরেক জায়গায় হয়ে যাবে।’ তবে শিক্ষিত ও তরুণ ভোটারদের মধ্যে ইভিএম ভোট নিয়ে শঙ্কা কিছুটা কম দেখা গেছে। শখের হাটের হাবিবুর রহমান (৩০) বলেন, ইভিএমে ভোট দিতে পারব, এটা নিয়ে অন্যরকম ভালোলাগা কাজ করছে।
অন্যের সহযোগিতা ছাড়া কীভাবে ইভিএমে ভোট দেয়া যায় তা নিয়ে ইউটিউবে দেখেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এ পদ্ধতিতে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। যেহেতু এখানে প্রথমবারের মতো ইভিএমে ভোট নেয়া হবে, সে জন্য আমরা ভোটের আগে সব কেন্দ্রে মেশিন পাঠিয়ে দেয়া হবে। আর ভোটাররা কীভাবে ভোট দেবেন সে বিষয়ে কেন্দ্রে শেখানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়