হাতিরঝিলের সড়ক বন্ধে রাজধানীতে তীব্র যানজট

আগের সংবাদ

বিশাল লক্ষ্যমাত্রার বাজেট প্রস্তুতি : সম্ভাব্য আকার ৬,৭৫,১৩৯ কোটি টাকা, আয় ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা

পরের সংবাদ

একদিনে ১১ লাখ : শনাক্তের রেকর্ড মার্কিন যুক্তরাষ্ট্রে

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে একদিনেই ১১ লাখ ৩০ হাজারের বেশি কোভিড রোগী শনাক্তের নতুন বিশ্ব রেকর্ডে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে, করোনা ভাইরাস মহামারি শুরুর পর থেকে গত দুই বছরে বিশ্বের আর কোথাও একদিনে এত রোগী শনাক্ত হয়নি। এর আগের রেকর্ড যুক্তরাষ্ট্রেরই ছিল, ওমিক্রনের বিস্তার শুরুর পর গত ৩ জানুয়ারি ১০ লাখ ৩ হাজার মানুষের কোভিড শনাক্ত হয়। রয়টার্স জানায়, প্রতি সোমবার যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা অন্যদিনের তুলনায় বেশি পাওয়া যাচ্ছে, যার একটি কারণ হচ্ছে, শনি ও রোববার ছুটির দিনে অনেক রাজ্য থেকে নমুনা পরীক্ষার তথ্য আসতে দেরি হচ্ছে। সাত দিনের গড় হিসাব করলে দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে ৭ লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রে।
একই দিনে আরেক ভয় জাগানো রেকর্ডের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। গত সোমবার দেশটির হাসপাতালগুলোতে ১ লাখ ৩৫ হাজারের বেশি কোভিড রোগী ভর্তি ছিল, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এর আগের রেকর্ডটি ছিল গত বছর জানুয়ারিতে; সে সময় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ছাড়িয়ে যায়। রয়টার্স বলছে, ওমিক্রনের বিস্তার শুরুর পর গত তিন সপ্তাহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে তিনগুণ হয়েছে। গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন পুরো বিশ্বেই প্রাধান্য বিস্তার করছে। রোগীর চাপে উদ্বেগ বাড়ছে ইউরোপেও। গত বছর আধিপত্য বিস্তার করা ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি দ্রুত ছড়ায় ওমিক্রন। তবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঝুঁকি ডেল্টার চেয়ে কম বলে প্রাথমিক গবেষণায় দেখা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রাথমিক গবেষণার ওই তথ্যের ভিত্তিতে ওমিক্রনকে কম গুরুতর বলার সুযোগ নেই। কারণ হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি বেড়ে গেলে এবং সংক্রমণের ফলে স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দিলে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় স্কুল খোলা রাখাও কঠিন হয়ে পড়েছে। আক্রান্ত হওয়ায় শিক্ষক ও স্কুল বাসের চালকরা কাজে যোগ দিতে পারছেন না, শিক্ষার্থীরাও অনুপস্থিত থাকছে। বিপুল সংখ্যক কর্মী কোভিডে আক্রান্ত হওয়ায় নিউইয়র্ক শহরে পাতাল রেলের তিনটি লাইন বন্ধ রাখা হয়েছে। কোভিড রোগী বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়ছে বাড়ছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে। এখন প্রতিদিন গড়ে ১৭০০ মানুষের মৃত্যু হচ্ছে, যা গত কয়েক সপ্তাহে ১৪ শর নিচে ছিল। ফাইজারের সিইও গত সোমবার বলেন, ওমিক্রন সামাল দেয়ার জন্য বিশেষভাবে একটি টিকা তৈরি করা প্রয়োজন বলে তিনি মনে করছেন। আগামী মার্চের মধ্যেই তার কোম্পানি হয়তো একটি টিকা নিয়ে আসবে বাজারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়