সোনারগাঁওয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি নির্দেশনা নিয়ে বিভ্রান্তি

পরের সংবাদ

লঞ্চে আগুন, যাত্রীদের মারধর হামলার শিকার সাংবাদিকরাও

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এম কে রানা, বরিশাল থেকে : ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে বহু যাত্রী হতাহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বরিশালগামী সুরভী-৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও ৯৯৯-এ ফোন করে সহায়তা চাওয়ার অপরাধে লঞ্চ স্টাফদের হামলার শিকার হয়েছেন কিছু যাত্রী। এদিকে ওই লঞ্চে থাকা একাধিক যাত্রী ফেসবুক লাইভে লঞ্চে অগ্নিকাণ্ডের চিত্র তুলে ধরায় বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে আসে। গতকাল রবিবার সকালে সুরভী-৯ লঞ্চটি বরিশাল নৌবন্দরে এলে সংবাদ সংগ্রহ করতে যান বরিশালের একাধিক সংবাদকর্মী। আর তাতেই ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয় লঞ্চ স্টাফরা। এ সময় দুই সংবাদকর্মীর ওপর হামলা এবং তাদের ক্যামেরা ভাঙচুর করেন তারা। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার এবং নৌপুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা

দ্রুত সটকে পড়েন। এ ঘটনায় হামলার শিকার সংবাদকর্মীরা মামলা দায়ের করবেন বলে জানা গেছে।
গত শনিবার রাতে ঢাকার সদরঘাট থেকে সুরভী-৯ লঞ্চটি বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। ঘাট ত্যাগ করে রাত ১০টার দিকে চাঁদপুর পৌঁছানোর কিছুক্ষণ আগেই লঞ্চের দোতলায় সাইলেন্সার থেকে আগুন লাগে। যদিও লঞ্চ কর্তৃপক্ষের দাবি, সাইলেন্সার থেকে ধোঁয়া বের হয়েছিল। এদিকে লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কোনো কোনো যাত্রী ফেসবুকে ঘটনার লাইভ দেন এবং যাত্রীদের রক্ষায় ৯৯৯-এ ফোন করেন। যাত্রীদের কাছ থেকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাটে লঞ্চটি আটকে দেয়া হয়। চাঁদপুর থেকে পরীক্ষা-নিরীক্ষা শেষে আগুন নেই নিশ্চিত হওয়ার পর লঞ্চটি ছাড়া হয়। নৌ-ফায়ার সার্ভিস কর্মকর্তারা লঞ্চ পরীক্ষা করে জানান, আগুন লাগেনি, সাইলেন্সার অতিরিক্ত উত্তপ্ত হয়ে যাওয়ায় ধোঁয়া বের হচ্ছিল।
সুরভী-৯ ল?ঞ্চের যাত্রী সুরঞ্জিৎ দত্ত লিটু বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন শেষে তারা ঢাকা থেকে ফিরছিলেন। রাতে যা যা হওয়ার হয়েছে। বরিশাল ঘাটে পৌঁছানোর পর ছাত্র-যুব-ঐক্য পরিষদের নেতা আবির কুণ্ডু ও সুজয়ের ওপর অতর্কিতে হামলা চালায় লঞ্চের স্টাফরা। তিনি বলেন, সারারাত ঘুমাতে পারেনি লঞ্চের যাত্রীরা। এরপর লঞ্চ স্টাফরা হামলা করেছে। এই লঞ্চে যাত্রীসেবা নয়, যাত্রীদের জিম্মি করা হয়।
এদিকে রবিবার বেলা ১১টার দিকে লঞ্চটি বরিশাল নৌবন্দরে পৌঁছানোর পর লঞ্চে আগুন লাগার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া এবং ৯৯৯ নম্বরে ফোন করা যাত্রীদের খুঁজে তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে লঞ্চ স্টাফদের বিরুদ্ধে। সেই হামলার ঘটনার সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে দুই সংবাদকর্মীর ওপর দুই দফা হামলা এবং তাদের ক্যামেরা ভাঙচুর করেন লঞ্চের ম্যানেজার মিজান ও স্টাফরা। খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল এবং নৌ-থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে হামলার পরপরই অভিযুক্ত লঞ্চ স্টাফরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। যদিও এ ঘটনায় লঞ্চের ম্যানেজার মিজানকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন লঞ্চের পরিচালক রেজিন-উল কবির।
এদিকে সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন হামলার শিকার ইনডিপেনডেন্ট টেলিভিশন বরিশাল অফিসের ক্যামেরা পারসন দেওয়ান মোহন ও চ্যানেল-২৪ এর বরিশাল অফিসের ক্যামেরা পারসন রুহুল আমিন। চ্যানেল টোয়েন্টিফোরের বরিশাল ব্যুরোপ্রধান কাওছার হোসেন রানা জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়ায় যাবেন তিনি।
ক্যামেরা পারসন রুহুল আমিন জানান, শনিবার রাতে লঞ্চে আগুনের ঘটনায় যারা ফেসবুকে লাইভ দিয়েছেন এবং ৯৯৯ নম্বরে ফোন করেছেন সকালে লঞ্চ থেকে নামার সময় সেইসব যাত্রীদের আটকে রেখে মারধর করেন সুরভী-৯ লঞ্চের স্টাফরা। এ খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য তিনি এবং দেওয়ান মোহন কী ঘটনা ঘটেছে জানতে চাওয়ামাত্রই সুরভী-৯ লঞ্চের স্টাফরা তাকে এবং মোহনকে মারধর শুরু করে। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাটি অন্য সহকর্মীদের জানালে তারা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার সামনেই হামলার ঘটনা ঘটেছে। কোতোয়ালি মডেল থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার রাখি আক্তার বলেন, সুরভী-৯ লঞ্চে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তাতে ভুক্তভোগীরা অভিযোগ দিলে লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। অনতিবিলম্বে এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়