নৌপুলিশের অভিযান : ৩৫ লাখ মিটার জাল জব্দ

আগের সংবাদ

পঞ্চম দফায়ও সারাদেশে ব্যাপক সহিংসতা > ভোটে ঝরল আরো ১১ প্রাণ : পুলিশের গাড়িতে আগুন, আহত শতাধিক, আটক অর্ধশত

পরের সংবাদ

টাইগ্রেসদের প্রথম প্রতিপক্ষ দ.আফ্রিকা

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আগামী মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ১২তম এই আসরে প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপ যাত্রায় নিজেদের প্রথম ম্যাচে আগামী ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। রাউন্ড লিগ পদ্ধতিতে নিগার সুলতানা জ্যোতিরা অংশগ্রহণকারী বাকি সাত দলের বিপক্ষেই মাঠে নামবে। আসরের সেমিফাইনাল ৩০ ও ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। আর ৩ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে আসরটির সমাপ্তি ঘটবে।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নারী দল সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই নারী বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচটা খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। আগামী বছর ৫ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে মাঠে গড়াবে ম্যাচটি। আগামী মার্চে নিউজিল্যান্ডে শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। তারই সূচি গতকাল ঘোষণা করেছে আইসিসি।
নিগারদের প্রথম ম্যাচের ঠিক আগের দিন মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচটি। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। আট দলের এই টুর্নামেন্টে সব দল একে অপরের বিপক্ষে লড়বে রাউন্ড রবিন পদ্ধতিতে। শীর্ষ চার দলকে নিয়ে হবে সেমিফাইনালের লড়াই। ৪ মার্চ শুরু হয়ে টুর্নামেন্টটি মাঠে গড়াবে ৩ এপ্রিল পর্যন্ত। ছয়টি শহরে চলবে খেলা। ডানেডিন, তরাঙ্গা, অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন ও হ্যামিল্টনে হবে ম্যাচগুলো। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, ৭ মার্চ ডানেডিনেই হবে সে লড়াই। এর ছয়দিন পর ১৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন জ্যোতিরা। এরপর ১৮ মার্চ উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। তিন দিন বিরতি দিয়ে ২২ মার্চ ভারতের মুখোমুখি হবে সালমা খাতুনরা। ২৫ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে মোকাবেলায় মাঠে নামবেন লাল-সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ২৭ মার্চ ইংলিশদের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
এই সাত দলের মধ্যে শুধু কেবল দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ভারতের বিপক্ষেই খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। প্রোটিয়াসদের বিপক্ষে ১৭ ম্যাচ ম্যাচ মোকাবেলায় ২ ম্যাচ জিতেছে বাংলাদেশের মেয়েরা। জয়ের সংখ্যা অবশ্য পাকিস্তানের বিপক্ষে একটু বেশি। তাদের বিপক্ষে ১১ বারের দেখায় ৫ বার জিতেছেন নিগার সুলতানারা। তবে প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। তাদের বিপক্ষে চারবারের দেখায় সব ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। আর এই বিশ্বকাপেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়