মুজিববর্ষের বানান ভুলের যে ব্যাখ্যা দিয়েছে কমিটি

আগের সংবাদ

বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক সই > শ্রমবাজার ফের খুলছে : কর্মীদের সব খরচ নিয়োগকর্তার, সিন্ডিকেটের খপ্পরে পড়ার আশঙ্কা কাটেনি

পরের সংবাদ

নির্বাচনে কারচুপি হলে আত্মহত্যা করবেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী!

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সৈয়দ মনির আহমদ, সোনাগাজী (ফেনী) থেকে : নির্বাচনে কারচুপির চেষ্টা হলে প্রতিবাদ হিসেবে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামসুল আরেফিন। গত শুক্রবার বিকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। আরেফিন সোনাগাজী সদর ইউনিয়নের টানা দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন দলের তৃণমূলে কাজ করেছি। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছি। যার ফলে দুবার দলের নেতাকর্মীদের সহযোগিতায় জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবার সর্বস্তরে মনোনয়ন বাণিজ্য হয়েছে। আমি বিপুল পরিমাণ টাকার কাছে হেরে গিয়েছি। হাইব্রিড এক নারীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ায় স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছি। সারা জেলা থেকে ক্যাডার এনে সোনাগাজী সদর ইউনিয়নে তাকে হারানোর পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন আরেফিন।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহিরুল আলম এ বিষয়ে বলেন, তৃণমূলে যাচাই করে ভোটের মাধ্যমে কেন্দ্রে নাম পাঠানো হয়েছে। তাই মনোনয়ন বাণিজ্যের কোনো সুযোগ নেই। নেতাকর্মীদের পাশে না পেয়ে আরেফিন হতাশ হয়ে পড়েছেন বলে মনে করেন জহিরুল আলম।
প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর সোনাগাজী সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে শামসুল আরেফিন (ঘোড়া) ও নৌকা প্রতীকে উম্মে রুমাসহ পাঁচজন প্রতিদ্ব›িদ্বতা করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়