ওয়ারী থেকে উদ্ধার : মারা গেল সেই নবজাতকটি

আগের সংবাদ

বিদ্রোহের ভারেই নৌকাডুবি

পরের সংবাদ

চট্টগ্রামে হাতির বিরুদ্ধে জিডি করলেন কৃষক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : গোলা থেকে ধান খেয়ে ফেলেছে বন্যহাতি, এমন অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ক্ষতিগ্রস্ত এক কৃষক। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের নিপুল কুমার সেন নামে ওই কৃষক গত শনিবার রাতে এ ধরনের একটি অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্ত নিপুল সেন জানান, উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তার বাড়ি। বাড়ির উঠানে গোলা তৈরি করে সেখানে ধান রাখেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার ছয় কানি ধানের (দুই একর ৪০ শতক) জমিতে প্রায় ৪০০ আড়ি (প্রতি আড়িতে ১৫ কেজি) ধান উৎপাদন হয়েছে। সেগুলো বাড়ির উঠানের গোলায় রাখা হয়েছিল কিন্তু গত ২২ নভেম্বর ভোর রাতে ৪/৫টি হাতি এসে গোলার চাল উল্টে অন্তত ১০০ আড়ি ধান নষ্ট করে ফেলেছে।’
তিনি বলেন, এলাকার লোকজন ভোরে জমিতে কাজ করতে যাওয়ার সময় গোলা উল্টে হাতি ধান খাওয়ার দৃশ্যটি দেখতে পায়। তখন তারা চিৎকার শুরু করলে হাতিগুলোর পালসহ পাহাড়ের দিকে চলে যায়। বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম জিডি হওয়ার কথা জানিয়ে বলেন, ‘আদৌ ধানের ক্ষতি হয়েছে কিনা এবং হলে কী পরিমাণ ক্ষতি হয়েছে এটি আমরা তদন্ত করে দেখছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়