নরসিংদীতে আটক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান

আগের সংবাদ

‘তোরে আমি কি জন্য একা যাইতে দিলাম’

পরের সংবাদ

ছাতারদিঘীতে নৌকা প্রার্থী পরিবর্তনের দাবি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নৌকায় ভোট না
দিলে গ্রামছাড়া
করার হুমকি

সিরাজগঞ্জ প্রতিনিধি : নৌকার বাইরে অন্য প্রতীকে ভোট দিলে গ্রামছাড়া করার হুমকি দিচ্ছে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের নৌকা প্রতীকের নেতাকর্মীরা। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদেরও অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ। জানা গেছে, রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেয়ার পর থেকেই ঘুম হারাম হয়ে গেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর। স্বতন্ত্র প্রার্থীর আনারসের কথা কেউ মুখে আনলেই তাকে গ্রামছাড়া করার হুমকি দেয়া হচ্ছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থীর ভাই আলমাহমুদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, সমেশপুর উচ্চ বিদ্যালয়, মাইঝাইল, আগুরিয়া, মোকিমপুর, কদমতলী, রাজাপুর, ঠাকুরপাড়া, বড় বেড়া খাড়ুয়া, রান্ধুনী বাড়ি, চর সমেশপুর কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।

সিংড়ায় বিক্ষোভ
সিংড়া (নাটোর) প্রতিনিধি : সিংড়ার ১১ নম্বর ছাতারদিঘী ইউপিতে নৌকার মনোনয়ন পরিবর্তন দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ছাতারবাড়িয়া বাজারে এই কর্মসূচির আয়োজন করে তৃণমূল আওয়ামী লীগ ও জনসাধারণ। কর্মসূচিতে ৫ শতাধিক নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ লিফলেট নিয়ে শেখ হাসিনার কাছে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ কর্মী জাকির হোসেন, মজনু খলিফা, আফজাল প্রামাণিক, শান্তনা রানী, মনোয়ারা বেগম, কহিনুর বেগম, বিলকিস বেগম প্রমুখ।
আওয়ামী লীগ কর্মী আশরাফুল ইসলাম বলেন, বর্তমান চেয়ারম্যান আলতাব হোসেন জেলার দুবার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও তৃণমূল আওয়ামী লীগের প্রাণ। বিষয়টি জননেত্রী পুনঃবিবেচনা করে তৃণমূল আওয়ামী লীগের প্রত্যাশা পূরণ করবেন।

বোয়ালমারীর ১০
ইউপিতে নৌকা
পেলেন যারা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন ওই নির্বাচনে উপজেলার দশটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। গত সোমবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
১০টি ইউনিয়নে নৌকা প্রতীক মনোনয়নপ্রাপ্তরা হলেন- সাতৈর ইউনিয়নে সাতৈর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, ঘোষপুর ইউনিয়নে উপজেলা আ.লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন, বোয়ালমারী সদর ইউনিয়নে বোয়ালমারী ইউনিয়ন আ.লীগের সভাপতি ওহাব মোল্যা তারা, দাদপুর ইউনিয়নে দাদপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদুর রহমান হাই, চতুল ইউনিয়নে চতুল ইউনিয়ন আ.লীগের সহসভাপতি খন্দকার মো. আবুল বাশার, পরমেশ্বরদী ইউনিয়নে ইউনিয়ন আ.লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. সোলাইমান মোল্যা, শেখর ইউনিয়নে কামাল আহমেদ, গুনবহা ইউনিয়নে উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, রূপাপাত ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মহব্বত আলী ও ময়না ইউনিয়নে ময়না ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক পলাশ বিশ্বাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়