গুলশানের ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগের সংবাদ

ধাক্কা কাটিয়ে চাঙ্গা অর্থনীতি

পরের সংবাদ

ডাকাতির প্রস্তুতিকালে সাভার থেকে ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সাভার থানার তুরাগ নদীর পাড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো রাসেল মিয়া (২৩), আইয়ুব আলী (২৩), সুমন মিয়া (২৭), আবু হানিফ মিয়া (৪০) ও সুমন (৩৫)। র‌্যাব-৪ এর পুলিশ সুপার জয়ীতা শিল্পী গতকাল রবিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে সাভার থানার বড় বরদেশী মৌজায় তুরাগ নদীর পাড়ে ব্যাবিলনীয় সিটির কাশবনের মাঝে টিনের ছাপড়া ঘরে ডাকাত গ্রুপের সংগঠিত হওয়ার সংবাদ পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি পাইপ গান, ১রাউন্ড শটগানের কার্তুজ, ২টি বড় রামদা, ৩টি বড় চাপাতি, পাইপগান তৈরির সরঞ্জামাদি, ১টি কাঁচি, ১টি লোহার পাইপ, ৪টি লোহার রড ও ৭টি মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার ডাকাতি করে আসছিল। বাধা দিলেই হতো বিপত্তি। টার্গেটকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করতেও পিছ পা হতো না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়