মাদকবিরোধী অভিযান : রাজধানীতে গ্রেপ্তার ১২৪

আগের সংবাদ

যোগ্যরা নৌকা পাননি যে কারণে : ‘বিদ্রোহী’ তকমায় মনোনয়ন পাচ্ছেন না জনপ্রিয়রা, আর্থিক কারণেও যোগ্যদের নাম আসছে না কেন্দ্রে

পরের সংবাদ

গুলশানের ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর গুলশান-২ নম্বরে ইউনিমার্ট ভবনের ১৪ তলার তৃতীয় তলায় গতকাল শনিবার রাত ৯টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।
দেওয়ান আজাদ জানান, রাত ৯টা ২০ মিনিটে গুলশান-২ নম্বরে ইউনিমার্টের ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়ায় সঙ্গে সঙ্গে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে লাগে।
প্রায় ৪০ মিনিট কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। তবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানান হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়