জাবির ভর্তি পরীক্ষা : প্রক্সি দিতে গিয়ে বুয়েট শিক্ষার্থী কারাগারে

আগের সংবাদ

এশিয়ান আর্চারিতে পদক খরা ঘোচাল বাংলাদেশ

পরের সংবাদ

দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী : ব্রিটিশ পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার হাসপাতাল

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : দৃষ্টিনন্দন নকশা আর অনন্য স্থাপত্যশৈলীতে তৈরি সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল। এমনভাবে এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে যে এর মধ্যে প্রাকৃতিক আলো-বাতাস সহজেই প্রবেশ করতে পারে। ছোট খালের মাধ্যমে ভেতরকার এবং বহিরাগত রোগীদের আলাদা রাখা হয়। এর জলাধারে বৃষ্টির পানি ধরে রাখার সুবিধা রয়েছে, যা লবণাক্ত অঞ্চলের জন্য অত্যন্ত মূল্যবান। হাসপাতালের বহিঃপ্রাঙ্গণে রোগী ও দর্শনার্থীরা বসে গ্রামীণ দৃশ্য দেখতে পারেন। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা শহরের এই হাসপাতালের সৌন্দর্য দৃষ্টি কেড়েছে দেশ ছাড়িয়ে বিদেশিদের কাছেও। আর তাই তো যুক্তরাজ্যের স্থাপত্যকলাবিষয়ক সর্বোচ্চ সংস্থা রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের (রিবা) ২০২১ সালের আন্তর্জাতিক পুরস্কারের জন্য নির্বাচিতদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে হাসপাতালটি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছর কুশলী স্থাপত্যের জন্য তিনটি স্থাপনাকে মনোনীত করেছে রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস। এই স্থাপনাগুলো হলো বাংলাদেশের ফ্রেন্ডশিপ হসপিটাল, ডেনমার্কের লিলি ল্যাঙ্গেব্রো সেতু এবং জার্মানির জেমস-সাইমন গ্যালারি।
ফ্রেন্ডশিপ হাসপাতাল সম্পর্কে রয়্যাল ইনস্টিটিউট অব

ব্রিটিশ আর্কিটেক্টসের জুরি বোর্ড তাদের মূল্যায়নে লিখেছে, এই হাসপাতালের বারান্দাগুলোর নকশা এমনভাবে করা হয়েছে, যাতে পর্যাপ্ত আলো-বাতাস হাসপাতালের কক্ষগুলোতে প্রবেশ করতে পারে। হাসপাতালের ভর্তি রোগী ও বহির্বিভাগের রোগীদের পৃথক ভবনে চিকিৎসাসেবা দেয়া হয়। একটি ছোট কৃত্রিম খালের মাধ্যমে দুই ভবনের বিভাজন টানা হয়েছে। ওই এলাকার ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ায় ফ্রেন্ডশিপ হাসপাতাল বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করেছে। সেই পানিতেই হাসপাতালের যাবতীয় কার্যক্রম চলে। এটিও বেশ ব্যতিক্রম।
জুরি বোর্ডের মন্তব্য, গ্রামীণ অঞ্চলে চিকিৎসাকেন্দ্রগুলোর জন্য টেকসই ও সাশ্রয়ী নকশার উদাহরণ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরার এ হাসপাতালের।
সাধারণত প্রতি দুই বছর পর পর সেরা স্থাপনার পুরস্কার দিয়ে থাকে রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস। যুক্তরাজ্যের বাইরের যেসব স্থাপনায় ‘নকশায় শ্রেষ্ঠত্ব এবং অর্থপূর্ণ সামাজিক প্রভাব’ রয়েছে তাদেরই এই পুরস্কার দেয়া হয়।
৮০ শয্যাবিশিষ্ট কমিউনিটি হাসপাতালটির নকশা করেছেন খ্যাতনামা স্থপতি কাশেফ মাহমুদ চৌধুরী। এর মূল কাঠামো স্থানীয় উপকরণ দিয়ে তৈরি এবং ভেতরে রয়েছে একটি আঁকাবাঁকা খাল। ২০১৮ সালে কাজ শেষ হওয়া হাসপাতালটি দৃষ্টিনন্দন নকশার জন্য এরই মধ্যে দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়