তিনজন গ্রেপ্তার : কৌশলে পানের ভেতর ইয়াবা পাচার

আগের সংবাদ

শূন্য থেকে মহাশূন্য জয় : ডিজিটাল বাংলাদেশ

পরের সংবাদ

বিমার ২৫ কোটি টাকা লোপাট : ৫ প্রতিষ্ঠানের ৩৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পরস্পর যোগসাজশে বিমা প্রিমিয়ামের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বিমা করপোরেশন, এক্সিম ব্যাংক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ৩৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ চার্জশিট অনুমোদন দেয়া হয়। শিগগিরই তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক আদালতে চার্জশিট দাখিল করবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।
এর আগে জালিয়াতির মাধ্যমে ডকুমেন্ট তৈরি করে বিমা প্রিমিয়ামের প্রায় ২৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বিমা করপোরেশনের সাবেক ম্যানেজার ও শাখা প্রধান মো. আবুল কাশেমের বিরুদ্ধে ২০২০ সালের ৯ নভেম্বর মামলা করে দুদক। এরপর গত ২৯ জুলাই ওই অভিযোগে সাধারণ বিমা করপোরেশনের ব্যবস্থাপক মো. আবুল কাশেমকে গ্রেপ্তার করে দুদক।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন- সাধারণ বিমা করপোরেশনের মো. আবুল কাশেম (সাময়িক বরখাস্ত), মো. জহিরুল ইসলাম, মুসা আহমেদ, মুহাম্মদ মিজানুর রহমান, ড. শেলিনা বেগম, মো. জসিম উদ্দিন আখন্দ, উপেন্দ্র চন্দ্র দাস, এ এফ এম আশরাফুল আলম, কাজী আসরাফুল হক, সাহানারা আফরোজ, মো. আমিরুল ইসলাম, মো. আলতাফ হোসাইন, ফয়েজ আহাম্মদ, মো. আওলাদ হোসেন, গৌতম কুমার দেবনাথ, মো. আসাদুজ্জামান খান, চুনী লাল দেবনাথ, মেহবুব মোর্শেদ, মো. রইছ উদ্দিন, মো. আবুল বাসার চৌধুরী, কাজী আহসান উল্লাহ, অজিত কুমার ঘোষ, মো. মিজানুর রহমান সরকার, মো. নুরুল আলম, মো. আনোয়ার হোসেন, ড. স্বপন কুমার রায়, ড. শিরীন আক্তার জাহান, ড. মুহাম্মদ শাহরিয়ার বাসার, ড. মালা খান, মোহাম্মদ নাজিম জামান, ড. মো. তুষার উদ্দীন, দিপা ইসলাম, মিসেস নাসরিন আক্তার, মোছেনা বেগম ও মো. মিলন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়