দেয়াল চাপায় শিশুর মৃত্যু : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস

আগের সংবাদ

বিজয়ী বিদ্রোহীদের ভাগ্যে কী আছে : সিদ্ধান্ত অমান্যকারীরা সাময়িক বহিষ্কার > ১৯ নভেম্বর আ.লীগের সভায় আসতে পারে নতুন সিদ্ধান্ত

পরের সংবাদ

কার সন্তানের কী নাম

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সন্তানদের ইউনিক নাম দিতে কে না চান? বলিউডের তারকারাও বাদ যান না। সন্তানদের সুন্দর সুন্দর নাম দিতে
তাই তাদের জুড়ি মেলা ভার। ছেলেমেয়েদের কেন এমন নাম দিয়েছেন বলিউড তারকারা- রইল সে খবর
অভিষেক-ঐশ্বরিয়া
বি-টাউনের পাওয়ার কাপল বলা হয় তাদের। আরাধ্যার নামকরণের সময় তারা চেয়েছিলেন মেয়ের নামে থাক দেশি ছোঁয়া। সংস্কৃত ভাষায় আরাধ্যা নামের অর্থ হলো ‘আরাধনা করে যাকে লাভ করতে হয়েছে।’

শাহরুখ-গৌরী
তাদের তিন লাভলি কিড আরিয়ান, সুহানা আর আব্রাম। আরিয়ান কথার অর্থ ‘সৈনিক’, সুহানা কথার অর্থ ‘চার্মিং’ আর আব্রাম নামটি এসেছে নবী আব্রাহামের নাম থেকে। তবে শাহরুখের এই নামটি পছন্দ কারণ নামটি ধর্মনিরপেক্ষ। আব্রামের মধ্যে ‘রাম’ কথাটিও আছে।

শিরীষ-ফারহা
একসঙ্গে তিন সন্তানের বাবা-মা হয়েছিলেন শিরীষ-ফারহা। তাদের তিন সন্তান অন্যা, ডিভা আর জার। রুশ ভাষায় অন্যা মানে ‘সুকুমার স্বভাবের’। লাতিন ভাষায় ডিভার অর্থ ‘ঐশ্বরিক’, আর লাতিন ভাষায় জার কথার অর্থ ‘সম্রাট’।

আদিত্য-রানি
রানি মুখোপাধ্যায়ের মেয়ের নাম রেখেছেন আদিরা। যদিও নামের অর্থ বিচার করে নয়, নিজেদের নামের আদ্যক্ষর মিলিয়ে মেয়ের নাম রেখেছেন রানি।

হৃত্বিক-সুজান
তাদের দু’ছেলের নাম হৃদান আর হৃহান। হৃদান কথার মানে হলো ‘বড় মনের মানুষ’। আর আরবি ভাষায় হৃহান নামের মানে ‘ভগবান যাকে পছন্দ করেন’।

রাজ-শিল্পা
তাদের কাছে ছেলে মানেই একগুচ্ছ আনন্দ। ছেলের নামও ভিয়ান। ভিয়ান কথার অর্থ হলো ‘জীবনের আনন্দে ও এনার্জিতে ভরপুর একজন মানুষ’।

আমির-কিরণ
আইভিএফ সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছিল আজাদের। পূর্বসূরি মৌলানা আজাদের নামে ছেলের নাম রেখেছেন আমির। আজাদ কথার অর্থ ‘স্বাধীনতা’।

ইমরান-অবন্তিকা
খুব সুন্দর নাম ইমরান-কন্যার। ইমারা। ইমারা কথার অর্থ ‘যে দৃঢ়প্রতিজ্ঞ’।

সঞ্জয়-মান্যতা
সঞ্জয়-মান্যতার যমজ সন্তানের নাম শাহরান এবং ইকরা। পার্সি ভাষায় শাহরান কথার অর্থ ‘রয়্যাল নাইট’ আর হিবরু ভাষায় ইকরা নামের মানে হলো ‘শিক্ষাদাত্রী’।

অক্ষয়-টুইঙ্কল
তাদের দুই ছেলেমেয়ের নাম আরভ আর নিতারা। আরভ কথার অর্থ ‘যে শীর্ষে থাকে’। আর নিতারা কথার অর্থ ‘মূলের গভীর থেকে জাত যে’।

রাম-মাধুরী
মাধুরী শ্রীরামের দুই পুত্রের নাম রায়ান ও আরিন। আরবিতে রায়ান কথার অর্থ ‘স্বর্গদ্বার’, সংস্কৃতে এর মানে ‘ছোট রাজকুমার’। অন্যদিকে, আরিন নামের মানে ‘শক্তিশালী’।
সঞ্জয়-কারিশমা
কারিশমার মেয়ের নাম সামাইরা। অর্থাৎ ‘সৌন্দর্যের দেবী’ আর ছেলে কিয়ানের নামের মানে হলো ‘সৌষ্ঠবের দেবতা’।

আরবাজ-মালাইকা
এই সেলিব্রিটি কাপল তাদের ছেলের নাম রেখেছিলেন আরহান। আরবিতে এই নামের মানে হলো ‘দ্য রুলার’।

সুস্মিতা সেন
রেনে আর আলিশার সিঙ্গল মম সুস্মিতা। রেনে নামের অর্থ ‘যার নবজন্ম হয়েছে’। আর আলিশা নামের মানে ‘আর্যা’।

অর্জুন রামপাল
অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ঘরে জন্ম নিয়েছে আরিক রামপাল। আরিক শব্দের অর্থ ঈশ্বরের সিংহ।

অজয়-কাজল
মেয়ের নাম নিশা। নিশা কথার অর্থ হলো ‘নতুন শুরু’। আর ছেলের নাম যুগ। অর্থাৎ ‘একটি নির্দিষ্ট সময়কাল’।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়