জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৫ সদস্য রিমান্ডে

আগের সংবাদ

স্মার্টকার্ড নিয়ে আনস্মার্টকাণ্ড!

পরের সংবাদ

বিশেষ পরীক্ষার দাবি : সড়ক অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বিশেষ পরীক্ষার দাবিতে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন তারা। বিকালে অবরোধ তুলে নিলেও আজ আবার রাস্তায় নামবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
হঠাৎ নীলক্ষেত মোড়ে অবরোধের কারণে চারটি গুরুত্বপূর্ণ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত এবং আজিমপুর থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। বাস আটকা পড়ায় যাত্রীরাও পড়েন চরম ভোগান্তিতে। শিক্ষার্থীরা জানান, চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় তাদের গণহারে ফেল করানো হয়েছে। ফেল করা বিষয়ে দ্রুত বিশেষ পরীক্ষা দিয়ে তারা চাকরিতে প্রবেশ করতে চান। শিক্ষার্থীরা বলছেন, বিশেষ পরীক্ষার দাবিতে একাধিকবার নিজ কলেজের অধ্যক্ষদের কাছে দাবি জানালেও এর কোনো সমাধান পাননি তারা।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের গণহারে ফেল করানো হয়েছে। আমরা বিশেষ পরীক্ষা দিয়ে মাস্টার্সে ভর্তি হতে চাই। আমরা চাকরির বাজারে প্রবেশ করতে চাই। আমাদের সেই সুযোগ দেয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়