ভ্রমণ ভিসায় ৫০০ জনকে দুবাই পাচার, গ্রেপ্তার ৮

আগের সংবাদ

কপ-২৬ : জলবায়ু বিপর্যয় রোধ > গরিব দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড দেবে ব্রিটেন

পরের সংবাদ

লঙ্কা জয় করে ফিরতে চান জামালরা

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সাফে ব্যর্থ মিশন শেষ করে চার জাতি টুর্নামেন্ট খেলতে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফিতে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় সিশেলসের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। এদিকে মালদ্বীপ থেকে সাফের ট্রফি নিয়ে ফিরতে না পারলেও শ্রীলঙ্কা থেকে চ্যাম্পিয়ন হয়ে ফেরার আশাবাদ ব্যক্ত করেন দলের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। এই ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হচ্ছে পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোসের।
এর আগে মাঠে নামার আগে এক ভিডিও বার্তায় শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ইয়াসিন আরাফাত। তিনি তার ভিডিও বার্তায় বলেন, ‘মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিপক্ষে আমরা গত সাফে খেলেছি। শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি, মালদ্বীপের বিপক্ষে নিজেদের ভুলের কারণে হেরেছি এবং পরপর ম্যাচ খেলার কারণে আমাদের ক্লান্ত থাকার সুযোগ নিয়ে তারা জিতেছে। তবে তাদের সম্পর্কে আমাদের ধারণা আছে; শ্রীলঙ্কায় তাদের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব।’
নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না বলেও উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই খেলে দলের সঙ্গে যোগ দেয়া এই ডিফেন্ডার বলেন, ‘উজবেকিস্তান থেকে আমরা সাত জন দলের সঙ্গে যোগ দিয়েছি। এখানে এসে নতুন কোচের অধীনে অনুশীলন করেছি। এখন চাচ্ছি, যতটুকু সম্ভব দলের সঙ্গে মানিয়ে নিতে। আমার কাছে মনে হয়েছে, সবকিছু একই। কিছু বিষয় একটু ভিন্ন মনে হয়েছে। বিগত সময়ে যতগুলো কোচ পেয়েছি, সবার কৌশল একই। মানিয়ে নেয়া যাবে।’
আত্মবিশ্বাসী এই ডিফেন্ডার আরো বলেন, ‘প্রতিটি টুর্নামেন্টের আগে তো আমরা খুবই আশাবাদী থাকি যে আমরা অনেক কিছু ভালো করার চেষ্টা করব। অবশ্য এবার এর চেয়েও বেশি আশা থাকবে, কেননা বিগত দিনগুলোতে যেরকম চেষ্টা করেছি, হয়নি। যেমন গত সাফে আমরা চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এবারো চেষ্টা করব, এই টুর্নামেন্ট থেকে যেন ট্রফি নিয়ে ঘরে ফিরতে পারি।’
শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফিতে সিশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর জামালরা ১১ নভেম্বর মুখোমুখি হবে মালদ্বীপের। তিন দিন পর আগামী ১৪ নভেম্বর প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। এ উপলক্ষে ২৩ জনের পূর্ণাঙ্গ দল নিয়ে গতকাল প্রথম অনুশীলন সেরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ মারিও ল্যামোস। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী সবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ফল নেগেটিভ।
এর আগে সাফে জেমি ডে’র স্থলাভিষিক্ত কোচ অস্কার ব্রুজন অভিষেক ম্যাচ জয় দিয়ে শুরু করেছিলেন। এবার তার স্থলাভিষিক্ত কোচ ম্যারিও ল্যামোস জয় দিয়ে শুরু করতে চান। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করা গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচে জয় পেতে চাই।’ সাফের স্কোয়াড থেকে নেই অনেকে, এই টুর্নামেন্টের জন্য আবার এক সঙ্গে অনুশীলনও হয়নি বেশি দিন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠেছিল। এর প্রেক্ষিতে ল্যামোস বলেন, ‘সাফের অনেকে নেই। অনুশীলনও খুব স্বল্প দিন হয়েছে। তবে আমরা টুর্নামেন্টে ভালো কিছু করতে চাই।’
এদিকে র?্যাঙ্কিংয়ে সিশেলস বাংলাদেশের চেয়ে পিছিয়ে অনেক। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সঙ্গে আগে কখনো বাংলাদেশ তাদের মুখোমুখি হয়নি। প্রতিপক্ষ সম্পর্কে ল্যামোস বলেন, ‘দুই বছর আগে বাংলাদেশে বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলতে এসেছিল সিশেলস। বাংলাদেশের সঙ্গে খেলা না হলেও তাদের ম্যাচ আমি দেখেছি। এই বছর তারা দুটো প্রীতি ম্যাচ খেলেছে রুয়ান্ডার সঙ্গে। ওই ম্যাচ দেখেছি।’ অন্যদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সিশেলসের কোচ টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘আমাদের দলটি খুব তরুণ। তারা এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের পরিপক্ব করবে। র?্যাঙ্কিংয়ে আমরা পিছিয়ে থাকলেও টুর্নামেন্টে ভালো কিছু করতে চাই।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় সুমন জানালেন ইতিবাচক মানসিকতা নিয়েই সবকিছু ভাবছেন তারা। চেষ্টা করছেন নতুন কোচের সঙ্গে মানিয়ে নেয়ার। সাফে সুমন রেজা ছাড়া গোলের দেখা পাননি বাংলাদেশ দলের ফরোয়ার্ডরা, গোলের দেখা পাননি মিডফিল্ডররাও। টুর্নামেন্টে মোট তিনটি গোলের দেখা পেয়েছিল বাংলাদেশ। সুমন রেজার এক গোলের বিপরীতে বাকি দুই গোল এসেছে দুই ডিফেন্ডার ইয়াসিন আরাফাত ও তপু বর্মণের পা থেকে। অবশ্য শ্রীলঙ্কার চার জাতি টুর্নামেন্টে সুমন রেজা জানালেন, একদিন ফরোয়ার্ডদের গোলে জিতবে বাংলাদেশ।
সুমন বলেন, ‘২৩ জনের পুরো স্কোয়াড নিয়ে প্রথম কোচ অনুশীলন করিয়েছেন, তিনি অনেক খুশি। তিন-চারটা ফরমেশন নিয়ে অনুশীলন করেছি, ম্যাচ খেলেছি। প্রথম ম্যাচ নিয়ে আমাদের পরিকল্পনা সবচেয়ে বেশি। আমরা জয় ছাড়া কিছু ভাবছি না। জয়ের জন্য কিভাবে আক্রমণাত্মক খেলা যায়, সেটা কোচ আমাদের দেখিয়েছেন।
সেভাবে খেলানোর চেষ্টা করেছেন। সব মিলিয়ে আমরা ইতিবাচক আছি।
ইনশাআল্লাহ আমরা জয় দিয়ে শুরু করতে পারব।’
সাফে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানো ম্যাচে গোল করেছিলেন ডিফেন্ডার তপু বর্মন। ভারতের বিপক্ষে ড্র ম্যাচের গোলদাতা ছিলেন আরেক ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। সুমন গোল পেলেও নেপালকে হারাতে পারেনি বাংলাদেশ। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রæতি দিলেন। মালদ্বীপকে ১৮ বছর ধরে হারাতে না পারার বৃত্ত ভাঙার আশাবাদ জানিয়ে বলেন, ‘আমরা দিনকে দিন উন্নতি করার চেষ্টা করছি। বেশ কয়েকজন কোচ বদল হয়েছে। আমরা তাদের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। সবশেষ অস্কারের অধীনে আমরা সাফ খেলেছি। সেখানে স্ট্রাইকার হিসেবে একটা গোল পেয়েছি। আমরা চেষ্টা করেছি গোল করার জন্য। গোল হয়তবা হয়নি, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব গোল করার। একদিন আমরা সফল হব। স্ট্রাইকাররা গোল করবে এবং আমরা সফল হব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়