দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন : বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৮১ জন চেয়ারম্যান

আগের সংবাদ

সম্প্রীতির জমিনে শকুনের চোখ

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চারা ও বীজ বিতরণ

পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে গাছের চারা ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পবিপ্রবির জার্মপ্লাজম সেন্টারে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় পবিপ্রবির হটিকালচার বিভাগের অধ্যাপক ড. মাহবুব রাব্বানীর সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী, ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস, কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. গোপাল সাহা, প্রফেসর ড. আবু ইউসুফ প্রমুখ।

উঠান বৈঠক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নে ফুলবাড়ীতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরিফা আক্তার লাকির সঞ্চালনায় উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) রোখসানা খাতুন নার্গিসের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুঁইয়া।

অবহিতকরণ সভা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও হাইলাইট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বুধবার আয়োজিত আর্সেনিক স্ত্রিনিং কর্মসূচিবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদারের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি), মো. ইকবাল হোসেন, জেলা পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং হাইলাইট ফাউন্ডেশনের প্রধান প্রশিক্ষক শামীম পারভেজ সাগর প্রমুখ।

ভবন উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও কলেজের একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বেধন করা হয়েছে। বুধবার সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজে চারতলাবিশিষ্ট এ নতুন ভবনের নির্মাণকাজ উদ্বেধন করেন কলেজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. আ স ম গোলাম ফারুক রুবেল। এ সময়কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জয়ন্ত কুমার রায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মো. এপোলো, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজগুলোর উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় চারতলা একাডেমি ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪৪ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়