দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন : বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৮১ জন চেয়ারম্যান

আগের সংবাদ

সম্প্রীতির জমিনে শকুনের চোখ

পরের সংবাদ

নির্বাচনী প্রচারে লাউয়ের বীজ!

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি : নির্বাচন নিয়ে উৎসাহের কমতি থাকে না প্রার্থীদের। পোস্টার, ব্যানারে বড় বড় ছবি ছাপিয়ে এলাকার বিভিন্ন মোড়ে টাঙিয়ে দেন। যাতে সবার চোখে পড়ে তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন। নির্বাচনের আগেই তার নাম ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ থেকে দলীয় নেতাদের কাছে। অর্থাৎ সবাইকে নিজের আকৃষ্ট করতে এমন প্রচারণাই চালিয়ে থাকেন। কিন্তু এর বাইরেও মাঝে মধ্যে চোখে পড়ে ব্যতিক্রমী উদ্যোগ। তেমনি একজন মানুষ পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের সিংগা গাংখোলা গ্রামের সিরাজুল ইসলাম লাল।
সাবেক এই ইউপি সদস্য এবারের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচনে প্রচারণায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ব্যানার ফেস্টুনের খরচ বাঁচিয়ে সেই টাকায় লাউ বীজ কিনে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন।
সিরাজুল ইসলাম লাল বলেন, লাখ লাখ টাকা খরচ করে যারা নিজেদের ছবিসহ ব্যানার ফেস্টুন টাঙাচ্ছেন, সেটা অপচয় ছাড়া আর কিছুই নয়। মানুষের কাছে পরিচিত হতে ব্যানার ফেস্টুনের দরকার হয় না। ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে থাকলেই হয়।
সিরাজুল আরও বলেন, এ পর্যন্ত প্রায় তিন হাজার পরিবারের মাঝে তিনি লাউ বীজ বিতরণ করেছেন। অনেকের লাউ গাছের চারা বড় হতে শুরু করেছে। সেসব গাছ থেকে ফল আসলে মানুষের উপকার হবে, মানুষ তাকেই মনে রাখবে। ভালো কাজের যদি ভালো ফল হয়, তবে তারও ভালো কিছুই হবে বলে মনে করেন তিনি।
মালঞ্চী ইউনিয়নের কামারগাঁও ও সিংগা গাংখোলা গ্রামের বাসিন্দা আবু বক্কার, আবুল কাশেম, গৃহবধূ আসমা খাতুন বলেন, সিরাজুল ইসলাম লাল ভালো মনের মানুষ। তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেন। নিজের প্রচারণা না করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে লাউয়ের বীজ বিতরণ করছেন। এই চিন্তাই বা কয়জন করেন।
উল্লেখ্য, সংস্কৃতমনা চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম লাল ২০১১ সালের নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়ে সফলতার সঙ্গে তার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ও হিউম্যান রাইটস পাবনার কার্যকরী সদস্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়