পাসপোর্ট জটিলতায় আটকে আছেন অর্ধলাখ প্রবাসী

আগের সংবাদ

পোশাক খাতে ক্রয়াদেশ বাড়ছে

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মাদকসহ নারী আটক
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : বাঘায় ১১৮ বোতল ফেনসিডিলসহ সাগরী বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মহাজনপাড়া গ্রামের শামসুল প্রামাণিকের (৪৫) স্ত্রী। গত সোমবার রাতে ওই নারীর নিজ বাড়ি থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ সময় নারীর স্বামী শামসুল প্রামাণিকসহ মনিরুল ইসলাম মনি (৩০) নামের আরেকজন পালিয়ে যায়। এ বিষয়ে ওই নারীসহ ৩ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই এম এ কুদ্দুস। বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, তার দিকনির্দেশনায় এসআই এম এ কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই নারীর বাড়ি তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার নারীকে আদালতে পাঠানো হয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
দুর্ঘটনায় নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌর শহ?রের দুরামা?রি এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় সিয়াম ইসলাম (১৩) নামে এক স্কুল? শিক্ষার্থীর মৃত্যু হয়। গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম গোবিন্দনগর এলাকার ফিরোজ হোসেনের ছেলে ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াডাঙ্গী থেকে ছে?ড়ে আসা হানিফ পরিবহন নামে একটি নৈশকোচ ঠাকুরগাঁও?য়ে অভিমুখে রওয়ানা হয়ে দুরামারি এলাকায় পৌঁছা?য়। এ সময় রাস্তা পার হওয়ার সময় নৈশকোচটির ধাক্কায় গুরুতর আহত হন সিয়াম। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি তান?ভিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। তবে নৈশ?কোচ?টি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সেমিনার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : কালিয়াকৈরে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে গণসচেতনতার লক্ষ্যে অ্যাপেক্সের লেডিস ব্র্যান্ড নিনোরোসি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার সেমিনার কক্ষে এর আয়োজন করা হয়। ‘নারী তুমি দুর্বার-রুখে দাও ব্রেস্ট ক্যান্সার’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. আয়শা সিদ্দিকা লাভনী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মো. আজম খান (জিএম), মো. হারুন অর রশিদ (ডিজিএম), মো. আরিফুর রহমান (ডিজিএম), রাজীমুশফেরা (ডেপুটি ম্যানেজার ব্র্যান্ড), ইবনে আবু জায়েদ (হেড অব ব্র্যান্ড) প্রমুখ।
সেমিনারে কারখানার ১৫০ জন নারী স্টাফ ও শ্রমিক অংশগ্রহণ করেন। শেষে ৫০ জন নারী শ্রমিককে ফ্রি চেকআপ ও চিকিৎসা দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়