চাকরি দেয়ার নামে প্রতারণা : চালকের সহকারী শাহীরুল এখন কোটিপতি

আগের সংবাদ

তিস্তার তাণ্ডবে লালমনিরহাটে পথে বসেছে হাজারো পরিবার

পরের সংবাদ

রেনু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর উত্তর বাড্ডার একটি স্কুলে সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল রবিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ইমরুজ কনিকার আদালতে মামলার বাদী সৈয়দ নাসির উদ্দিন টিটুসহ তিনজন সাক্ষ্য দেন। এরপর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
জানা যায়, ২০১৯ সালের ২০ জুলাই ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মারা যান রেনু। এ ঘটনায় ওইদিন রেনুর ভাগ্নে নাসির উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর পরের বছর ১০ সেপ্টেম্বর আদালতে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট এবং দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে দোষীপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়