ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আরেক মামলা

আগের সংবাদ

রুট পারমিটের তোয়াক্কা নেই রাজধানীর গণপরিবহনের

পরের সংবাদ

কোজাগরী ল²ী পূজা আজ

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ‘গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ, কে জাগে।/ সপ্ত ভুবন আলো করে ল²ী আসেন, কে জাগে।/ ষোলো কলায় পূর্ণ শশী, নিশার আঁধার গেছে খসি/ একলা ঘরের দুয়ার পরে কে জাগে আজ, কে জাগে।’- দেবী ল²ীর বন্দনায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এই গান। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কোজাগরী পূর্ণিমার দিন দেবী ল²ী নিশিথ রাতে প্রতিটি মানুষের গৃহে বলে থাকেন- ‘কে আছো জেগে?’ এই দিনেই দেবী ল²ীর বন্দনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিজয়া দশমীর মাধ্যমে দেবী দুর্গা ফিরে গিয়েছেন নিজ গৃহে। রয়ে গিয়েছেন তার কন্যা দেবী ল²ী। শারদীয় দুর্গাপূজা শেষে প্রথম পূর্ণিমা তিথিতেই ল²ী দেবীর আরাধনা করা হয়। আজ বুধবার সেই তিথি। আজ প্রতি ঘরে পূজিতা হবেন দেবী ল²ী। তবে শারদীয় দুর্গোৎসব চলাকালে এবং তারপরও দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার ঘটনার রেশ পূজার আনন্দ আয়োজনকে যেন অনেকটাই ¤øান করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নেই পূজার আমেজ।
শাস্ত্রমতে, দেবী ল²ী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক দেবী। উন্নতি (আধ্যাত্মিক ও পার্থিব), আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবীও তিনি। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবী ল²ী ধনধান্যে ভরিয়ে দিতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে পূজা গ্রহণ করতে আসেন। ল²ী দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না ও সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে। ঘরে ঘরে মা ল²ী ধন-সম্পদের দেবী হিসেবে পূজিত হন। ভক্তের ডাকে সাড়া দিয়ে এ দিন ল²ী মর্ত্যে নেমে আসেন।
প্রাচীনকাল থেকেই রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে প্রায় প্রতিটি বাঙালি হিন্দুর ঘরে ল²ীপূজা করা হয়। এ উপলক্ষে হিন্দু নারীরা উপবাস ব্রত পালন করেন। করোনা সংক্রমণের কারণে বিভিন্ন মন্দিরে ল²ীপূজার আয়োজন করা হয়েছে সীমিত পরিসরে। মন্দিরের চেয়ে ঘরোয়া পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা বেশি করা হয়। পূজা-অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় আঁকা হবে ল²ীর পায়ের ছাপের আল্পনা। সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ প্রজ¦ালন করা হয়। বাঙালি বিশ্বাসে ল²ীদেবী দ্বিভূজা ও তার বাহন পেঁচা এবং হাতে থাকে শস্যের ভাণ্ডার। তবে বাংলার বাইরে ল²ীর চতুর্ভূজা কমলে-কামিনী মূর্তিই বেশি দেখা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়