গুলিস্তানে বাস উল্টে ২ কাবাডি খেলোয়াড় আহত

আগের সংবাদ

মণ্ডপে হামলার নেপথ্যে কারা

পরের সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী : কুমিল্লার ঘটনায় দ্রুত জড়িতদের বিচারের মখোমুখি করা হবে

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : কুমিল্লার ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত খুব শিগগিরই তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় মুক্তিযুদ্ধবিষয়ক ডকু-ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ ঘটনার কারণে যারা ক্ষুব্ধ হয়েছেন তিনি তাদের ধৈর্য ধরার আহ্বান জানান।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পবিত্র কুরআন আমরা মুসলমানরা হৃদয়ে ধারণ করি। কুরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি সেরকম কিছু ঘটেনি।
ঘটনার পর যারা অহেতুক ভাঙচুরের সঙ্গে জড়িয়ে পড়েছেন তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়