গুলিস্তানে বাস উল্টে ২ কাবাডি খেলোয়াড় আহত

আগের সংবাদ

মণ্ডপে হামলার নেপথ্যে কারা

পরের সংবাদ

সিরাজদিখানে সংবাদ সম্মেলন : টাকা নিয়েও জমি বুঝিয়ে না দেয়ার অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সিরাজদিখান ইছাপুরা ইউনিয়নের চন্দনধূল গ্রামে জমি কিনে প্রতারণার শিকার হয়েছেন মিজানুর রহমান ঝন্টু ও মাসুদ রানা। গত শুক্রবার সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করা হয়। এ সময় তারা জানান, ইছাপুরা চন্দনধূল গ্রামের মৃত মো. মাহবুবু হোসেনের ছেলে মো. মামুন হোসেন (৪৫) জমি ক্রয় করে দেয়ার কথা বলে ২৫ লাখ টাকা নেন। কিন্তু জমি দিতে না পারায় ইছাপুরা ইউপির ১নং ওয়ার্ড সদস্য জাফরুল হাসান স্বপন ও মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম, ইছাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার টাকা ফেরত দিতে বলেন। সংবাদ সম্মেলন জানানো হয়, বায়নাপত্রের দলিলের মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই জমির মালিকরা আরো টাকার জন্য মিজানুর রহমান ঝন্টু ও মাসুদ রানাকে চাপ দিতে থাকে। মামুন জমি লিখে না দিলে টাকা ফেরত চাইলে গত ২৯ আগস্ট আমাকে সিরাজদিখান যমুনা ব্যাংক শাখায় মিজানুর রহমান ঝন্টুর নামে চেক দিলে ওই হিসাব নাম্বারে পর্যাপ্ত টাকা না থাকার কারণে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজ অনার করে। বিষয়টি মামুনকে জানালে তড়িঘড়ি করে আমাদের কাছে বিক্রীত জায়গায় মামুন হোসেন বেপারি, আব্দুল জলিলের ছেলে রেজাউল করিম ঘর তোলে। এ ঘরের জায়গা কেউ দখল করতে আসলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিলে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় মো. মামুন হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। ইউপি সদস্য জাফরুল হাসান স্বপন বলেন, বিষয়টি বায়নাপত্রে উল্লেখসহ মামুনের জমির দখল বুঝিয়ে দেয়ার কথা ছিল। মামুন হোসেন ও রেজাউল করিম দলিল, নগদ টাকা ও জমির দখল বুঝিয়ে দিতে টালবাহানা শুরু করে। এ বিষয়ে মেম্বার হিসেবে জিজ্ঞেস করতে গেলে আমাদের নানাভাবে হুমকি দিয়ে বিষয়টি নিয়ে থানায় জিডি করা হলে পুলিশ তার সত্যতা পান। অভিযুক্ত মামুন হোসেন বলেন, চন্দনধূল বালুর মাঠের জমি নিয়ে দেওয়ানি মামলা চলছে, এ নিয়ে আপস হওয়ায় ২৫ লাখ টাকার চেক দিয়েছিলাম। ঝুন্টুই আমার সঙ্গে প্রতারণা করেছে। সিরাজদিখানা থানার ওসি বোরহান উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়