গুলিস্তানে বাস উল্টে ২ কাবাডি খেলোয়াড় আহত

আগের সংবাদ

মণ্ডপে হামলার নেপথ্যে কারা

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পরিচিতি সভা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ক্ষেতলালে উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ক্ষেতলাল উপজেলা স্বেচ্ছাসেবক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী আশিক পার্থর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ মাসুদ আঞ্জুমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক প্রভাষক আব্দুল আলিম। উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুন নূর তুষারের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন।

কার্যালয় উদ্বোধন

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংবাদকর্মীদের নিয়ে গঠিত সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে আশুগঞ্জের গোল চত্বরে সাংবাদিক ইনিয়নের নিজস্ব কার্যালয়ে ইউনিয়নের সভাপতি তসলিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বাপ্পী, আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান, চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল, উপজেলা সুজনের সভাপতি, মো. মিজানুর রহমান প্রমুখ।

হা-ডু-ডু খেলা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : পীরগাছা উপজেলা তালুক ইসাদ ডারারপাড় যুবসমাজের আয়োজনে মরহুম শহিদুল হক সরকারের স্মৃতি স্মরণে হা-ডু-ডু ফাইনাল খেলা শনিবার বিকালে জমানবিশ দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তসলিম উদ্দিন, পীরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক লিটন, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা প্রমুখ।

প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুই দলকে দুইটি গরু উপহার দেয়া হয়েছে। খেলায় ওয়াসিম মামা-ভাগ্নে বিজয়ী হন এবং রানার্সহন আপ আনজু মেম্বার ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়