ধর্ষণের মামলা থেকে রক্ষা পেতে ছাত্রলীগ নেতার বিয়ে

আগের সংবাদ

বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : খাদ্যের অপচয় কমাতে হবে

পরের সংবাদ

কুমিল্লার ঘটনার জের : উগ্রবাদী বিক্ষোভে পুলিশের বাধা রাজধানী রণক্ষেত্র

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীতে গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে সাম্প্রদায়িক উগ্রবাদীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পল্টন-বিজয়নগর-কাকরাইল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কমিল্লায় কথিত কুরআন অবমাননার অভিযোগে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে উগ্রবাদীদের একটি গ্রুপ বিক্ষোভ বের করে। পুলিশ এতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পল্টনের নাইটেঙ্গেল মোড় ও কাকরাইলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। একপর্যায়ে শিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।
এ ঘটনায় ডিএমপির রমনা জোনের এসিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে আট বিক্ষোভকারীকে। সংঘর্ষস্থলে পুলিশের এপিসি ও জলকামানের গাড়িও দেখা গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, সংঘর্ষের ঘটনায় কাকরাইল পল্টন সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। জুমার নামাজের পর থেকে বিকাল ৪টা পর্যন্ত পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। এর আগে, জুমার নামাজের পরপরই বায়তুল মোকাররমের সামনে স্লোগান দিতে দেখা যায় একদল লোককে। নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দৌড়ে গেটের সামনে চলে আসে এসব তারা। তাদের অনেককে ‘ইসলামের শত্রæরা হুঁশিয়ার, সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশের একটি কেঁচি গেট বন্ধ করে দেয়ার নির্দেশ দেয় পুলিশ। ওই সময় একজন নিরাপত্তারক্ষী গেটটি বন্ধ করে দিলে নামাজ পড়তে আসা একদল লোক উত্তেজিত হয়ে পড়েন। ওই নিরাপত্তারক্ষীকে ধাওয়াও দেয় উত্তেজিত লোকজন। ইসলামী ফাউন্ডেশনের গেটের দিকে ছুটলে নিরাপত্তারক্ষীকে রক্ষা করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে বন্ধ করে দেয়া গেটের তালা ইট দিয়ে ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। নামাজ শেষ হওয়ার পরপরই কয়েক’শ লোক একটি ‘মালিবাগ মুসলিম সমাজ’ ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে নাইটেঙ্গেল মোড়ের দিকে অগ্রসর হয়। নাইটেঙ্গেল মোড়ের কাছে পুলিশ বাধা দিলে মিছিলকারীরা দুই ভাগ হয়ে যায়। তাদের একটি অংশ বিভিন্ন অলিগলিতে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এতে কমপক্ষে ৫ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ তখন বিভিন্ন গলির মুখে অবস্থান নেয় এবং শিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে আটক করা হয় আটজনকে। এ সময় পল্টন, কাকরাইল, বিজয় নগর, ফকিরাপুল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টা থেকে শুরু হয়ে বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। একপর্যায়ে মিছিলটি মালিবাগের দিকে এগোতে থাকে। তখন পুলিশ তাদের নাইটেঙ্গেল মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এরপর কাকরাইল ও বিজয়নগরের বিভিন্ন গলিতে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। প্রধান সড়কে পুলিশের এপিসি ও জলকামানের গাড়িও যায়।
বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলামসহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশ নিতে দেখা গেছে। বিক্ষোভ থেকে কুরআন অবমাননাকারীদের শাস্তির দাবির পাশাপাশি হেফাজতের সাবেক নেতা মাওলানা মামুনুল হকসহ সংগঠনটির নেতাদের মুক্তির দাবিতে স্লোগানও দেয়া হয়। এছাড়া সরকার ‘নাস্তিকদের’ হেফাজত করছে এমন অভিযোগ তুলে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এই সময় বিক্ষোভকারীদের কেউ কেউ উপস্থিত মিডিয়াকর্মীদের ওপর হামলা ও তাদের মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করে।
পুলিশের একাধিক সূত্র জানায়, সাধারণত বায়তুল মোকাররম মসজিদ থেকে যেসব বিক্ষোভ হয়, সেইগুলোর নেতৃত্ব কোনো না কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দল দিয়ে থাকে। কিন্তু গতকালের এই বিক্ষোভে প্রকাশ্যে কেউ নেতৃত্বে ছিল না। তাই মিছিলটি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। তবে, অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র‌্যাব ও বিজিবির টহল দেখা গেছে।
ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আবদুল আহাদ বলেন, পুলিশি বাধা অতিক্রম করতে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ও লাঠি দিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। আক্রমণ প্রতিহত করতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান ডিসি আবদুল আহাদ। পল্টন ও রমনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় পুলিশের হাতে আটক হন ছয়জন। বিকাল পৌনে ৩টার দিকে দুজনকে আটক করে ডিবি। যাচাইবাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়