২৩ অক্টোবর ভোট গ্রহণ : বিএফইউজের নির্বাচনে আর বাধা নেই

আগের সংবাদ

বাঙালির মাতৃপূজা দেশমাতৃকার পূজা থেকে আলাদা নয়

পরের সংবাদ

গোদাগাড়ী সরকারি কলেজ : অধ্যক্ষের মামলায় জামিন পেলেন ১১ শিক্ষক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজের ১১ শিক্ষককে জামিন দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১। জানা যায়, গত রবিবার রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল আধিকারী তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দিন গতকাল সোমবার বেলা ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন ভূঁইয়ার আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে আদালত সব আসামিকে ৫ হাজার টাকার মুচলেকায় জামিন প্রদান করেন।
মামালার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ আগস্ট গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানকে মারপিটের অভিযোগে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ প্রথমে আসামি শনাক্ত না করে ঘটনা সত্য বলে ফাইনাল রিপোর্ট প্রদান করে। অধ্যক্ষ নারাজি দাখিল করলে ৬ জনের নাম উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে পিবিআই মামলার তদন্তের ভার পেয়ে ১৩ জনের সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ১১ জনকে আসামে করে চার্জশিট দাখিল করলে গত রবিবার মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শিক্ষকরা সোমবার আদালতে হাজির হলে সব আসামিকে জামিন প্রদান করেন। মামলা নম্বর জি আর ৪২৭/১৮।
মামলার জামিন প্রাপ্তরা হলেন- গোদাগাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ উমরুল হক, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এ বি এম কামারুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তাইনুস আলী, দর্শন বিভাগের প্রভাষক মাইনুল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের প্রভাষক হান্নান হোসাইন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক হোসেন, গোদাগাড়ী সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক শহীদুল হক, গোদাগাড়ী সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ইউনুস আলী, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক আব্দুল করিম ও ব্যাংকিং বিমা বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়