করোনা আপডেট : মৃত্যু বেড়েছে শনাক্ত কমছে

আগের সংবাদ

নৌকা বেহাত, আছে বিদ্রোহীও

পরের সংবাদ

নাগরপুরে ১৩১টি পূজামণ্ডপে দেয়া হলো চাল

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নাগরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মানবিক কর্মসূচির আওতায় জিআর চাল বিতরণ করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এগুলো দেয়া হয়। এ উপলক্ষে প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা রামার পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, ভাইস চেয়ারম্যার মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহা প্রমুখ।
নাগরপুর উপজেলার ১৩১টি পূজামণ্ডপে ৫শ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ সব পুজারী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়