বাংলাদেশকে জমি লিজ দিতে চায় আফ্রিকা

আগের সংবাদ

যে কারণে সাংসদদের বিরুদ্ধে দুদকের তদন্ত শেষ হয় না

পরের সংবাদ

১৮ মাস পর খুলল ইবির গ্রন্থাগার

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ইবি প্রতিনিধি : দীর্ঘ ১৮ মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে খুলে দেয়া হয় এ গ্রন্থাগার। অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকবে। বিশ্ববিদ্যালয় বন্ধের দিন গ্রন্থাগারও বন্ধ থাকবে। যেসব বিভাগের পরীক্ষা চলমান রয়েছে, শুধু সেসব বিভাগের শিক্ষার্থীরা গ্রন্থাগারে প্রবেশ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমাদের সব রকম প্রস্তুতি আগে থেকেই নেয়া ছিল। নির্দেশনা পাওয়ার পর সকাল থেকেই গ্রন্থাগার খুলে দেয়া হয়েছে। শিক্ষার্থীরাও পড়তে আসছে। তাদের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। এদিকে গ্রন্থাগার খোলার সিদ্ধান্তে উচ্ছ¡সিত শিক্ষার্থীরাও। আইন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা বলেন, ‘লাইব্রেরি খোলা না থাকায় অনেক ধরনের সমস্যা হচ্ছিল। পরীক্ষা উপযোগী সব বই কেনা একেবারে অসম্ভব। লাইব্রেরি থেকে প্রয়োজনীয় বইগুলো পড়তে পারছি। প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’ প্রসঙ্গত, সোমবার ২৫৩ তম সিন্ডিকেট (জরুরি) সভা অনুষ্ঠিত হয়। সভায় আবাসিক হলসমূহ আগামী ৯ অক্টোবর সকাল ১০টায় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণকারী আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। আপাতত গণরুম থাকবে না। একইসাথে আগামী ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়