তরুণীরাই মূল টার্গেট : একটি চক্রের হাতে ২ হাজার নারীর অ্যাকাউন্ট হ্যাক

আগের সংবাদ

সিসিটিভির আওতায় আসছে রাজধানী : এ মাসেই হতে পারে আনুষ্ঠানিক উদ্বোধন

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মূল্যায়ন সভা

পঞ্চগড় প্রতিনিধি : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পঞ্চগড় জোনের শাখা ব্যবস্থাপকদের পারফরম্যান্স মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পঞ্চগড় জোনাল কার্যালয়ের আয়োজনে ব্যাংকটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকটির পঞ্চগড় জোনাল কার্যালয়ের জোনাল ব্যবস্থাপক মো. জিয়া উদ্দীন আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাঈল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রাকাবের রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. বাবর আলী, পঞ্চগড় জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরাসহ ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাঈল হোসেন পঞ্চগড় জোনের শাখা ব্যবস্থাপকদের বিগত বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে দিকনির্দেশনা দেন।

আইডিইবির অভিষেক

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সোনাগাজী উপজেলা শাখা কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকালে উপজেলা ভিডিও কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রকৌশলী এ এন এম মনির উদ্দিনের সভাপতিত্বে ও প্রকৌশলী বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিইবি ফেনী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন জেলা আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খোন্দকার মো. নজরুল ইসলাম, সহসভাপতি প্রকৌশলী চঞ্চল দে সরকার, জেলা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নূর ইসলাম, বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী ক খ ম ইসহাক খোকন।

অর্থ বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সরিফা রানা ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা এলএলবির পক্ষ থেকে ৪৫ পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সরিফা রানা ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা এলএলবি, থানার ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আ.লীগ নেতা শফি উদ্দিন প্রমুখ।

বিনামূল্যে চিকিৎসা

কাগজ প্রতিবেদক, ল²ীপুর : অসহায় এবং দুস্থদের মধ্যে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার শাখারী পাড়া লৎফুল কাদির সর্বজনীন দাতব্য চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ও দি কাদির ফাউন্ডেশন ইনকো ইউএসএর আয়োজনে শনিবার বিকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। এ সময় কয়েকশ’ অসহায়-দুস্থের মধ্যে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। লৎফুল কাদির সর্বজনীন দাতব্য চিকিৎসা কেন্দ্রের পরিচালক মো. মুশফিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ল²ীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মাঈন উদ্দিন পাঠান, সুজনের জেলা সভাপতি সাংবাদিক মো. কামাল হোসেনসহ সংস্থার কর্মকর্তারা।

চা বাগান পরিদর্শন

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি : বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম রবিবার কাপ্তাই ওয়াগ্গা ও উজান ছড়ি চা বাগান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বাগানে বিটি-২ চা চারা রোপণ করেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেন। পরিদর্শনকালে অতিরিক্ত সচিব ও চা বোর্ডের সদস্য মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, বোর্ডের সচিব রুহুল আমীন, উপপরিচালক (পরিকল্পনা) মুনীর আহমেদ, ওয়াগ্গা টি স্ট্রেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী, পরিচালক খোরশেদুল আলম কাদেরী, পরিচালক ফয়সাল আমীন কাদেরীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেওয়ানগঞ্জ মডেল থানা আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দেওয়ানগঞ্জ মডেল থানা হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান। মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীরের সভাপতিত্ব বক্তব্য রাখেন ব্যবসায়ী শ্যামল সাহা, ওসি (তদন্ত) আনছার উদ্দিন, উপজেলা পূজা পরিষদের সভাপতি জীতেন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক মদনমোহন ঘোষ, বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল রায় কমল কৃষণ সাহা। এবার উপজেলার ২১টি মণ্ডবে পূজা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলার ২১ দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্ট

ঠাকুরগাঁও প্রতিনিধি : পৌর শহরের রোড যুব সংসদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। রবিবার বিকেলে রোড যুব সংসদ মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী। এর আগে তিনি ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। উদ্বোধনী খেলায় গোয়ালপাড়া নূর একাডেমি টিম ১-০ গোলে মোহনা সংসদকে পরাজিত করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, যুব সংসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়