নলডাঙ্গা : আ.লীগ-বিএনপি নেতাসহ আটক ১১ জুয়াড়ি

আগের সংবাদ

উন্নয়নের ভোগান্তি আর কত : কোনো প্রকল্পই শেষ হয় না নির্ধারিত সময়ে, বছরজুড়েই চলে সেবা সংস্থাগুলোর খোঁড়াখুঁড়ি

পরের সংবাদ

বিশ্বকাপের আগে পাকিস্তান দলে রদবদল

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এর মধ্যে আসরকে কেন্দ্র করে দল গুছিয়ে নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। পাকিস্তানও তাদের ১৫ সদস্যের স্কোয়াড আগেই ঘোষণা করে দিয়েছেন। কিন্তু তার আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাহ-উল হক দেশটির প্রধান কোচ ও ওয়াকার ইউনুস বোলিং কোচ থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। ফলে এই ২টি জায়গায় অসম্পূর্র্ণ থেকে যায় দেশটি। যদিও পিসিবির নতুন সভাপতি রমিজ রাজা নির্বাচিত হওয়ার পরপর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথু হেইডেনকে জাতীয় দলের ব্যাটিং ও সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ভার্নন ফিল্যান্ডারকে বোলিং পরামর্শক নিয়োগ দেন। কিন্তু প্রধান কোচের আসনটি এতদিন থেকে যায় অসম্পূর্ণ। অবশেষে এবার বিশ্বকাপের আগে দেশটির প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক পাকিস্তানি স্পিনার সাকলাইন মুশতাক। তাছাড়া সাবেক ব্যাটসম্যান ইউনুস খানকেও পিসিবির সঙ্গে রমিজ রাজা সংযুক্ত করতে চাচ্ছেন বিশ্বকাপের আগেই।
পাকিস্তানের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানডটকমের খবরে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার আনুষ্ঠানিক অনুমতি নেয়ার পর প্রধান কোচ হিসেবে দেশটির সাবেক স্পিনার সাকলাইন মুশতাকের নাম ঘোষণা করা হবে।
সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া সিরিজটিতেও প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল সাকলাইনের। কিন্তু খেলাই স্থগিত হয়ে যাওয়ায় তা হয়নি। মুশতাক বর্তমানে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে আন্তর্জাতিক খেলোয়াড়দের ডেভেলপমেন্টের হেড হিসেবে কাজ করছেন। এদিকে সাবেক হেড কোচ মিসবাহ-উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুসের পদত্যাগের পর ম্যাথু হেইডেনকে ব্যাটিং পরামর্শক ও ভার্নন ফিল্যান্ডারকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান। আগামী ৬ অক্টোবর লাহোরে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন ফিল্যান্ডার। আর বর্তমানে আইপিএলে এনালিস্ট হিসেবে কর্মরত হেইডেন সরাসরি দুবাইয়ে যোগ দেবেন দলের সঙ্গে।
এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ব্যাটিং কোচ ইউনুস খান আবারো পাকিস্তান ক্রিকেট বোর্ডে যুক্ত হতে যাচ্ছেন। রমিজ রাজা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পিসিবিতে বেশ কয়েকটি নিয়োগ হয়েছে নতুন করে। নতুন সেট আপে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন প্রথম পাকিস্তানি হিসেবে ১০ হাজার টেস্ট রান করা ইউনুস। স্থানীয় গণমাধ্যম কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, রমিজ নির্বাচিত হওয়ার পর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে বেশ কিছু নতুন পদ তৈরির পরিকল্পনা করছেন। এর মধ্যে ডিরেক্টর ক্রিকেটও রয়েছে। ওই পদগুলোর কোনো একটি ইউনুসকে দেয়া হতে পারে। এর আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করলে রমিজকে ‘কম কথা বলতে’ উপদেশ দেন ইউনুস। তিনি তখন বলেছিলেন, ‘পাকিস্তান ক্রিকেট এখন কোনো অবস্থানে দাঁড়িয়ে নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নতুন করে ঢেলে সাজাতে হবে এবং দক্ষ লোকদের আনতে হবে, যারা ক্রিকেট সম্পর্কে জানে এবং সিদ্ধান্ত নিতে পারে।’ দিনকয়েক আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ ও বোর্ডপ্রধান রমিজের মধ্যে। পাকিস্তানি ক্রিকেটের উন্নয়নে তৃণমূল পর্যায়ে পিসিবি চেয়ারম্যানকে মনোযোগ দিতে পরামর্শ দেন আকিব। এর আগে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণার দিন প্রধান কোচ মিসবাহ-উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস পদত্যাগ করেন। ১৫ অক্টোবর লাহোর থেকে দুবাইয়ে রওনা হবে পাকিস্তান ক্রিকেট দল।৯

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়