বুকে ব্যথার অজুহাত : হাসপাতালে ঘুরে থানায় ইভ্যালির এমডি

আগের সংবাদ

আজ ১৬১ ইউপিতে ভোট : বিনাপ্রতিদ্ব›িদ্বতায় ৪৩ আ.লীগ প্রার্থী বিজয়ী

পরের সংবাদ

দাপটে জয়ে শীর্ষে লিভারপুল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বুন্দেসলিগায় অপ্রতিরোধ্য দল বায়ার্ন মিউনিখ। গত বুধবার চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে কোনো পাত্তা না দিয়ে জিতেছিল ৩-০ গোল ব্যবধানে। আর লিগে ফিরেই গতকাল গোল উৎসবে মেতেছেন লেভানদোস্কিরা। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গতকাল তার ভিএফএল বখুমকে হারিয়েছেন ৭-০ গোল ব্যবধানে। অন্যদিকে এদিন ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আর্সেনাল ও লিভারপুল। সাদিও মানে, সালাহর গোলে লিভারপুল ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। অন্যদিকে বার্নলিকে তাদের ঘরের মাঠ টার্ফ মুরে আর্সেনাল হারিয়েছে ১-০ গোল ব্যবধানে। আর চ্যাম্পিয়নস লিগ থেকে বড় জয় নিয়ে ফেরা ম্যান সিটি গোলশূন্য ড্র করেছে সাউদাম্পটনের বিপক্ষে।
লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্ল্যাসকে ৩-০ গোল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মোহাম্মদ সালাহরা। নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে বল দখলে এগিয়ে থাকা লিভারপুল গোলের দেখা পায় প্রথমার্ধেই। সেনেগালের স্ট্রাইকার ম্যাচের ৪৩তম মিনিটে দলকে এগিয়ে নেন। অন্যদিকে ক্রিস্টাল প্ল্যাসের ফুটবলাররা চেষ্টা চালিয়েও পরাস্ত করতে পারেননি গোলরক্ষক অ্যালিসন বেকারকে। দ্বিতীয়ার্ধে এসে লিভারপুল আরো আক্রমণাত্মক ম্যাচ উপহার দেন। কিন্তু ক্রিস্টাল প্ল্যাসের গোলরক্ষক দেয়াল হয়ে দাঁড়িয়ে সব প্রচেষ্টায় ব্যর্থ করে দেন। তবে দমে যাওয়ার পাত্র নন সালাহও। ম্যাচের ৭৮তম মিনিটে ঠিকই খুঁজে নেন প্রতিপক্ষের জাল। ব্যবধান বাড়িয়ে নিয়ে যান ২-০ তে। ম্যাচ শেষ হওয়ার মিনিট কয়েক আগে ব্যবধান বাড়ান ন্যাবি খেইতা। ফলে ঘরের মাঠে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাদিও মানেরা। ৫ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। রাতের অন্য ম্যাচে জয় পেয়েছে প্রিমিয়ার লিগে জয় খরায় ভোগা ক্লাব আর্সেনাল।
বায়ার্ন বরাবরই কঠিন প্রতিপক্ষ। বুন্দেসলিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ সব জায়গায় দাপিয়ে বেড়ান লেভানদোস্কিরা। গতকাল ঘরের মাঠে তারা ভিএফএল বখুমকে হারিয়েছে ৭-০ গোলের ব্যবধানে। ম্যাচে ৬৯ শতাংশ সময় নিজেদের দখলে বল রেখে বায়ার্ন ম্যাচের হাল আগেই বুঝিয়ে দিয়েছেন। গোলের জন্য বায়ার্নের ফুটবলাররা প্রতিপক্ষের জালে ১৫টি শট করেন। অন্যদিকে বখুম এদিন বায়ার্নে লক্ষ্য বরাবর একটি শটও নিতে পারেননি। প্রথম থেকে আক্রমণাত্মক খেলা বায়ার্ন সফলতা পান ম্যাচের ১৭তম মিনিটে। ল্যারয় সানের পা থেকে আসা গোলটি বায়ার্নকে এগিয়ে দেয় ১-০ তে। এরপর জসুয়া কিমিচের গোলে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। ম্যাচের ৩২তম মিনিটে সার্জ নেবরি দলকে তৃতীয় গোলটি উপহার দেন। বিরতিকে যাওয়ার আগে অঘটন ঘটিয়ে বসেন বখুমের ল্যামপ্রোপোউলাস।
দলকে তো গোল এনে দিতেই পারেননি বরং আত্মঘাতী গোল করে বায়ার্নকে চতুর্থ গোলটি উপহার দেন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুটা করেন দলের তারকা ফুটবলার রবার্ট লেভানদোস্কি। ম্যাচে ৬১তম মিনিটে দলকে ৫-০ গোল ব্যবধানে এগিয়ে নেন তিনি। এর চার মিনিট পর নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে হাফ ডজন গোলের মাইলফলক স্পর্শ করান কিমিচ। বখুমের জালে শেষ পেরেকটি ঠুকেন ইরিক ম্যাক্সিম। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে বায়ার্নের অবস্থান লিগ টেবিলের শীর্ষে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়