প্রাণিসম্পদমন্ত্রী : চাকরিতে সৃজনশীলতা দেখানোই কৃতিত্ব

আগের সংবাদ

২১ আগস্ট গ্রেনেড হামলার আপিল শুনানি : প্রধান বিচারপতির বেঞ্চ গঠনের অপেক্ষা

পরের সংবাদ

কারচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর ইসিবি চত্বরে প্রাইভেটকারের ধাক্কায় শান্ত নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে আদমজী ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর সহপাঠীরা দুই ঘণ্টার বেশি সময় ইসিবি চত্বর এলাকায় প্রাইভেটকার চালকের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে রাখে। ক্যান্টমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, রাত ৯টার দিকে ওই শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় ইসিবি চত্বরে একটি প্রাাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। তিনি আরও বলেন, ঘটনার পর নিহত শিক্ষার্থীর সহপাঠীরা ইসিবি চত্বরে রাস্তায় নেমে সড়ক অবরোধ করে। এ সময় তারা প্রাইভেটকার চালকের গ্রেপ্তারের দাবি জানায়। শিক্ষার্থীদের অবরোধের ফলে ইসিবি চত্বরসহ আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে গ্রেপ্তারের আশ্বাস দিলে রাত সাড়ে ১১টার পরে অবরোধকারীরা রাস্তা ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ক্যান্টনমেন্ট থানার ওসি।
গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে রাস্তা অবরোধ করে রাখা শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। পরে তাদের বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেন। শিক্ষার্থীদের দাবি- ঘাতক প্রাইভেটকারচালককে গ্রেপ্তার করতে হবে। পুলিশ তাদের আশ্বাস দেয়ায় তারা সড়ক ছেড়ে সরে গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়