ই-অরেঞ্জের সাবেক সিওও রাসেল রিমান্ডে

আগের সংবাদ

যাত্রীসেবার মান তলানিতে : সড়ক আইন প্রয়োগে উদাসীনতা > নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ কর্তৃপক্ষের

পরের সংবাদ

নন্দীগ্রামে পুলিশের মতবিনিময় সভা

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম উপজেলার ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে মাদক, সন্ত্রাস, জুয়াসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে জনপ্রতিনিধি ও সাধারণ জনতার সঙ্গে পুলিশের আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে থালতামাঝগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এর আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান। তিনি বলেন, অপরাধ নির্মূলে সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। পুলিশকে তথ্য দিয়ে নিজের গ্রামকে অপরাধ মুক্ত করুন।
সভায় থানার ওসি আবুল কালাম আজাদ, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হরিদাস মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ একরাম হোসেন, হাফিজুর রহমান নান্টু, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আবিদা সুলতানা তানিয়াসহ বিভিন্ন গ্রামের দেড় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়