প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

কাহারোলের ঢেপা নদী : নিখোঁজ যুবককে খুঁজতে গিয়ে প্রাণ গেল ডুবুরির

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দিনাজপুুর প্রতিনিধি : কাহারোল উপজেলার ঢেপা নদীতে নিখোঁজ এক যুবকের মরদেহ খুঁজতে গিয়ে আব্দুল মতিন (৪২) নামে রংপুর ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। ওই যুবক নিখোঁজের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও তার সন্ধান মেলেনি। গত শনিবার বেলা ১১টার দিকে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ভদ্রবাজারে ঢেপা নদীতে নিখোঁজ যুবকের মরদেহ খুঁজতে গিয়ে ওই ডুবুরি মারা যান। তিনি রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা। শনিবার সকালে রংপুর থেকে ডুবুরির দলটি দিনাজপুরে আসে। শুক্রবার দুপুর ১২টার দিকে ভদ্রবাজারে ঢেপা নদীতে কান্তজিউর বিগ্রহ আনার সময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন কাহারোল উপজেলার পূর্ব সুলতাবপুর ভেণ্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে বুধু দেব শর্মা (২২)। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। শনিবার সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার কাজ শুরু করে। এ সময় নদীতে ডুব দিলে ডুবুরির কোমরে বাঁধা রশি পানির নিচে কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে করে ডুবুরি আব্দুল মতিন দীর্ঘ সময় ধরে পানির নিচে আটকে ছিলেন। পরে অন্য ডুবুরিরা টের পেয়ে নদীতে নেমে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়