ম্যান ইউতে ফিরলেন রোনালদো

আগের সংবাদ

চেনা উইকেটে অচেনা নিউজিল্যান্ড

পরের সংবাদ

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর : সিংগাইরের শোল্লা ব্রিজের সংযোগ সড়কের কাজ শুরু

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের দক্ষিণে নিলাম্বর পট্টি ও ঢাকা জেলার নবাবগঞ্জের শোল্লার সংযোগস্থলে কালীগঙ্গা নদীর উপর শোল্লায় নির্মিত ব্রিজের উত্তর পাশে বন্ধ থাকা ৩৬০ মিটার সংযোগ সড়কের নির্মাণকাজ অবশেষে শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
এ বিষয়ে গত ৫ আগস্ট ভোরের কাগজ পত্রিকায় ‘দুই বছরেও শেষ হয়নি সংযোগ সড়ক নির্মাণ, কাজে আসছে না সিংগাইর-নবাবগঞ্জ শোল্লা ব্রিজ’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। পুনরায় শুরু হয় বন্ধ থাকা কাজ। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।
সরজমিন শনিবার দেখা যায়, সংযোগ সড়ক নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজের অগ্রগতি প্রসঙ্গে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের দায়িত্বে থাকা সাইড ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন বলেন, করোনায় কাজ বন্ধ থাকার পর জুলাই মাসের মাঝামাঝি আবার শুরু হয়ে এ পর্যন্ত মোট কাজের ৭৫ ভাগ সম্পন্ন হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী অক্টোবর মাসের প্রথমদিকে সম্পূর্ণ কাজ শেষ করতে পারব।
উল্লেখ্য, ৪৪ কোটি টাকা ব?্যয়ে নির্মিত শোল্লা ব্রিজটির উত্তর পাশের সংযোগ সড়ক এলজিইডির অর্থায়নে ৬ কোটি ১ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২ সেপ্টেম্বর।
নবাবগঞ্জ এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ সেপ্টেম্বর এ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা গেছে রহস্যজনক কারণে এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। সংযোগ সড়ক নির্মাণে ধীরগতির কারণে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সঙ্গে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এ ব্রিজটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়