ম্যান ইউতে ফিরলেন রোনালদো

আগের সংবাদ

চেনা উইকেটে অচেনা নিউজিল্যান্ড

পরের সংবাদ

পিকআপ চাপায় শিশু নিহত : বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর মিরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সায়েম নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে বাবলু (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সায়েমের বাবা রিকশাচালক মো. হীরা জানান, ২ ছেলে ও স্ত্রী রোজিনা আক্তারকে নিয়ে মিরপুর ১১ নম্বর সেকশনের আদর্শনগরের ১২ নম্বর বাসায় থাকেন তিনি। গতকাল সকালে ঘুম থেকে উঠে গলির মুখের বড় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সায়েম। তখন সেখানে মুরগি বহনকারী একটি পিকআপ থামানো ছিল। কিছুক্ষণ পর চালক গাড়িটি স্টার্ট দিয়ে চালানো শুরু করলে সামনের অংশের ধাক্কায় সায়েম রাস্তায় পড়ে যায়। এরপর গাড়িটির চাকা তার উপর দিয়ে উঠে যায়। সায়েমকে উদ্ধার স্থানীয় কয়েকটি হাসপাতালে নিয়ে যান তিনি। তারা ফিরিয়ে দেয়ার পর ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পল্লবী থানা পুলিশকে জানানো হয়েছে। শিশুটির বাবা জানিয়েছেন, পিকআপটি স্থানীয়রা জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
এদিকে চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বাবলুর সহকর্মী চান মিয়া জানান, বাবলুর বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়। বাবার নাম আব্দুর রব। তারা একসঙ্গে কামরাঙ্গীরচরে থাকেন। ইসলামবাগের নুর হোসেন গলিতে যেখানে মাটি কাটার কাজ করছিলেন, সেখানে বৃষ্টির পানি জমে ছিল। গতকাল সকালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি অপসারণ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে বাবলু সেই গর্তে নামলে বিদ্যুতায়িত হয়ে থাকা পানির স্পর্শে অচেতন হয়ে পড়েন।
এরপর উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানায় জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়