ম্যান ইউতে ফিরলেন রোনালদো

আগের সংবাদ

চেনা উইকেটে অচেনা নিউজিল্যান্ড

পরের সংবাদ

জুতাও মৃত্যুর কারণ

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

তরুণীদের ফ্যাশনে হিলের জনপ্রিয়তা সবসময়ই তুঙ্গে। ব্র্যান্ডভেদে বিভিন্ন ডিজাইনের হিল আছে বাজারে। তবে ইতিহাস বলছে, অতীতে এমন এক হিল ছিল যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবুও ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করতে গিয়ে অনেকেই ভয়ঙ্কর এই হিল পরে নিজের প্রাণ হারিয়েছেন। কখনও ভাবতে পারেন, জুতাও মৃত্যুর কারণ হতে পারে! গবেষণায় দেখা গেছে, ১৫-১৭ শতকের দিকে চপাইন হিলের চাহিদা ছিল তুঙ্গে। উল্লেখ্য, হাই হিলের আদিম রূপ হলো চপাইন। তখনকার সমাজে চপাইন নারীদের ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থানের প্রতীকী ছিল। ৭ থেকে শুরু করে ২০ ইঞ্চি উঁচুও চপাইন ছিল। অধিক উচ্চতার এই হিল পরে যে কতজনের পা মচকে গেছে, তার কোনো হিসাব নেই। এমনকি চপাইন পরে মারা গেছেন এমন ব্যক্তিদের সংখ্যাও কম নয়।
সূত্র: দ্য হিন্দু

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়