কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

আগের সংবাদ

শাড়িতেই এবার পকেট

পরের সংবাদ

হাওর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর ফের চালু

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রুহুল আমীন খান, ময়মনসিংহ : গতকাল শুক্রবার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় পৌঁছানোর পর এর চার চাকা লাইনচ্যুত হয়। এতে করে ময়মনসিংহ, ভৈরব ও মোহনগঞ্জের সঙ্গে ৩ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।
পরিস্থিতি সামাল দিতে কেওয়াট খালি লেকোশেড থেকে পাওয়ার ইজ্ঞিন এনে উদ্ধার তৎপরতা চালানোর ৩ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে কেউ হতাহত হননি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান জানান, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেসের বগির চার চাকা নগরীর বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়ে পড়লে যাত্রীদের এই বিড়ম্বনার শিকার হতে হয়। উদ্ধার অভিযানের পর অন্য জেলার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়