কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

আগের সংবাদ

শাড়িতেই এবার পকেট

পরের সংবাদ

সিপিবি নেতা আফজালুর রহমান আর নেই

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রংপুর জেলা কমিটির সভাপতি কৃষক নেতা, বীর মুক্তিযোদ্ধা, আজীবন বিপ্লবী আফজালুর রহমান আর নেই। গত বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।
গতকাল শুক্রবার এক শোক বার্তায় আফজালুর রহমানের মৃত্যুতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম গভীর শোক প্রকাশ করেন।
শোক বিবৃতিতে তারা বলেন, আফজালুর রহমান দীর্ঘদিন যাবৎ এ দেশের মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। রংপুরসহ উত্তরবঙ্গে কৃষক আন্দোলন সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মেহনতি মানুষের মুক্তির লড়াইকে অগ্রসর করতে তিনি সমস্ত জীবন উৎসর্গ করেন। দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এজন্য দেশবাসী তাকে চিরদিন স্মরণ রাখবে।
সিপিবির নেতারা আফজালুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়