কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

আগের সংবাদ

শাড়িতেই এবার পকেট

পরের সংবাদ

যে কোনো সমঝোতা প্রত্যাখ্যান : সিআরবিতে সংস্কৃতি কর্মীদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : ‘আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না’- না কিছুতেই না, কোনো কিছুর বিনিময়ে সিআরবির একটি কণাও ইউনাইটেড গোষ্ঠীর বাণিজ্যিক হাসপাতালের জন্য দেয়া হবে না। এ বিষয়ে একাট্টা চট্টগ্রামবাসী। কোনো ধরনের সমঝোতা মেনে নেবে না তারা। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা গান, কবিতা, কথামালা, অভিনয় আর নৃত্যের ছন্দে এমনটাই জানান দিয়েছেন।
সিআরবিতে অনুষ্ঠিত সমাবেশে তারা বলেছেন, চট্টগ্রামের সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র সিআরবিই যদি দখল হয়ে যায়, তবে সংস্কৃতি চর্চার বড় স্থানটি হারিয়ে যাবে, যা কিছুতেই সংস্কৃতিকর্মীরা মেনে নিতে পারে না। গান কবিতা কথামালা অভিনয় আর নৃত্যের ছন্দে সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে হাজির হয়েছিলেন কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, ছাত্র যুবকসহ সকল স্তরের মানুষ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের উপদেষ্টা আবদুল হালিম দোভাষ, শিল্পী দীপেন চৌধুরী, চট্টগ্রাম চারু শিল্পী সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক বিজন মজুমদার, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম মঞ্চ সংগীতশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আজম চৌধুরী টিপু, বেতার টেলিভিশন শিল্পী সংস্থার সাবেক সভাপতি কায়সারুল আলম, গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, নাট্যজন অধ্যাপক ম সাইফুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান মাকসুদ আহমেদ ও কবি কামরুল হাসান বাদল। কবিতা পাঠ করেন সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক নূর হোসেন, অধ্যাপক হোসাইন কবির, বিভা ইন্দু, গোফরান উদ্দিন টিটু, সৈয়দা সেলিমা আক্তার প্রমুখ। এছাড়া আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী রাশেদ হাসান ও কঙ্কন দাশ। সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী সুজিত রায়, কল্পনা লালা, আলাউদ্দিন তাহের, সিমলী দাশ, শামসুল হায়দার তুষার প্রমুখ। নৃত্য পরিবেশন করেন সৃষ্টি কালচারাল একাডেমির শিল্পীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়