কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

আগের সংবাদ

শাড়িতেই এবার পকেট

পরের সংবাদ

ব্রহ্মপুত্র ও ধরলায় পানি বৃদ্ধি অব্যাহত : আমনক্ষেত তলিয়ে গেছে

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

তৈয়বুর রহমান, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামে নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৯ সেন্টিমিটার ও ধরলা নদীর ব্রিজ পয়েন্টে ২২ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছিল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে।
এদিকে দুধকুমার ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া নদনদী অববাহিকার বিস্তীর্ণ নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় সদ্য রোপণ করা আমন ধানের চারা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। তাছাড়া বিভিন্ন সবজিক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। অতিবৃষ্টি ও পানিতে ডুবে থাকায় গ্রামীণ কাঁচা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে গ্রামগঞ্জের মানুষজন মারাত্মক বিপাকে পড়েছেন। নদী তীরবর্তী নিচু এলাকার বেশ কিছু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর এলাকার সামছুল আলম জানান, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো ঘরবাড়িতে পানি ওঠেনি। যদি এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে চরাঞ্চলের ঘরবাড়িতে দ্রুত পানি ঢুকে পড়বে।
অন্যদিকে খরস্রোতা তিস্তা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করছে। প্রতিনিয়ত নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ অবস্থায় নদী পাড়ের অসহায় মানুষ বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ব্রহ্মপুত্র নদের উজানে ভারতের বিভিন্ন রাজ্যে ভারি বৃষ্টিপাতের কারণে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুয়েক দিনের মধ্যে ধরলার পানি কমতে শুরু করবে। তবে ব্রহ্মপুত্রের পানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়