কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

আগের সংবাদ

শাড়িতেই এবার পকেট

পরের সংবাদ

পদ্মায় জেলের জালে ২২ কেজি ওজনের পাঙাশ : ৩৩ হাজার টাকায় বিক্রি

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জেলের জালে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।
গতকাল শুক্রবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পরাণ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরাণ হালদার পাবনা জেলার কাজিরহাট এলাকার বাসিন্দা।
দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ভোরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে সেটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত মো. দুলালের মৎস্য আড়তে আনা হয়।
সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩০ হাজার ৮০০ টাকায় কিনি। পরে যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৩ হাজার টাকায় বিক্রি করি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়