জাসদের পাল্টা প্রশ্ন : ১৫ আগস্ট সেলিম মার্কিন দূতাবাসে কী করছিলেন

আগের সংবাদ

কারা এই আইএস-কে? আফগানিস্তানে সক্রিয় নৃশংসতম জঙ্গিগোষ্ঠীর কাবুলে হামলার দায় স্বীকার

পরের সংবাদ

রামেক হাসপাতালে তিন মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে মারা গেছেন মাত্র ৬ জন। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ৬ জন। এটিই গত তিন মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন মৃত্যু। তবে আগের দিন মৃত্যু হয় ৭ জনের। যা দ্বিতীয় সর্বনিম্ন মৃত্যু হিসেবে ধরা হয়েছে। এ নিয়ে আগস্ট মাসের ২৪ দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৬ জনে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, করোনা রোগী কমে আসায় কমানো হবে করোনা ওয়ার্ড সংখ্যা। কমেছে মৃতের সংখ্যাও। তবে প্রস্তুতি রাখা হয়েছে আগের মতোই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়