জাসদের পাল্টা প্রশ্ন : ১৫ আগস্ট সেলিম মার্কিন দূতাবাসে কী করছিলেন

আগের সংবাদ

কারা এই আইএস-কে? আফগানিস্তানে সক্রিয় নৃশংসতম জঙ্গিগোষ্ঠীর কাবুলে হামলার দায় স্বীকার

পরের সংবাদ

বিএনসিসির উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরসংক্রান্ত উপদেষ্টা কমিটির বিশেষ সভা গতকাল বৃহস্পতিবার করা হয়েছে। বিএনসিসির সম্মেলন কক্ষে সভায় গতকাল সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
সভায় বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তা এবং সেনা, নৌ ও বিমানবাহিনী থেকে প্রেরিত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন-২০১৬ এর বিধি চূড়ান্তকরণ এবং অন্যান্য প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিএনসিসি হেডকোয়ারটার্সে পৌঁছালে রমনা রেজিমেন্টের ক্যাডেটদের সমন্বয়ে গঠিত একটি চৌকষ ক্যাডেট দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। আইএসপিআর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়