ওবায়দুল কাদের : ২১ আগস্ট মামলার আপিল শুনানি শুরু শিগগিরই

আগের সংবাদ

মহামারিতে মেগা প্রকল্পে স্থবিরতা

পরের সংবাদ

১৬ মার্চ : প্রেসিডেন্ট হবেন অতিথি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পরাধীন ব্রিটিশ-ভারত থেকে পাকিস্তানের কালো অধ্যায় পেরিয়ে জন্ম হয় বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের। এই মহান অর্জনের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের মোড় ঘোরানো নানা ঘটনা, যার কারিগর হিসেবে কেউ আখ্যায়িত হয়েছেন নায়কের অভিধায়; কেউবা আবির্ভূত হয়েছেন খলনায়কের চরিত্রে। ইতিহাসের বাঁকে বাঁকে সেসব ঘটনা ও তার নায়ক-খলনায়কদের কার কি ভূমিকা, তাই নিয়েই অধ্যাপক আবু সাইয়িদের গ্রন্থ ‘যেভাবে স্বাধীনতা পেলাম’। সম্প্রতি ভোরের কাগজ প্রকাশন থেকে বের হয়েছে বইটি। এ বই থেকে ধারাবাহিকভাবে প্রতিদিন কিছু অংশ তুলে ধরা হচ্ছে ভোরের কাগজের পাঠকদের জন্য।

রাজশাহীতে নাটোর মহারাজ হাইস্কুল থেকে রাসায়নিক দ্রব্য এবং এসিড চুরি হয়। চট্টগ্রাম আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকরা একটি অস্ত্রশস্ত্রের দোকান লুট করে। ১৯৭১ সালের ১৬ মার্চ লন্ডনের গার্ডিয়ান পত্রিকার সংবাদদাতা মার্টিন এডেনসির পাঠানো এক রিপোর্টে আওয়ামী লীগের একটি সংগ্রাম কমিটির বৈঠকের বর্ণনা দেয়া হয়। সারা প্রদেশে গঠিত অন্যান্য কমিটির মতো এই কমিটিরও আলোচনার বিষয় ছিল : তাদের বিবেচনায় ইতোমধ্যে স্বাধীন হয়ে যাওয়া পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। ৫৮টি গ্রাম থেকে শতিনেক লোক এ সংগ্রাম কমিটিতে একত্রিত হয়েছে। তারা প্রয়োজনবোধে সেনাবাহিনীকে মোকাবিলা করতে প্রস্তুত এবং এজন্য তারা এমন একজন গ্রামবাসীর কাছে ট্রেনিং নিচ্ছে, যুদ্ধবিদ্যায় যার একমাত্র অধিকার এই যে, সে রাজকীয় ভারতীয় সেনাবাহিনীতে সার্ভিসকালে একজন লেন্স কর্পোরাল ছিল।
হিন্দুস্তানের দৈনিক পত্রিকা স্টেটম্যান (১৯৭১ সালের ১৬ মার্চ সংখ্যা) আওয়ামী লীগের ১৪ মার্চ তারিখে জারি করা নির্দেশসমূহের খবর দিয়ে বলে, মিস্টার মুজিবুর রহমান এসব নির্দেশ জারি করে বলেছেন যে তিনি বাংলাদেশের নিয়ন্ত্রণভার গ্রহণ করেছেন। পত্রিকাটি আরো জানায়, শেখ মুজিবুর রহমান বলেছেন, প্রেসিডেন্ট আমাদের অতিথি হবেন। ঢাকায় পর্যবেক্ষকরা এর এই অর্থ নিয়েছেন যে পূর্ব পাকিস্তান নিজেকে পশ্চিম পাকিস্তান থেকে স্বতন্ত্র একটি এলাকা বলে মনে করে।
১৭ মার্চ : সরকারি অফিস আক্রমণ
১৬ এবং ১৭ মার্চের মধ্যবর্তী রাতে

ঢাকার আজিমপুরে একটি সরকারি অফিসের ওপর দুটি এসিড বোতল নিক্ষেপ করা হয়। যশোর বিজলী কেন্দ্রের ক্ষতি সাধন করে বিজলী সরবরাহ ব্যাহত করে দেয়া হয়। যশোর খুলনা সড়কের বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা আরোপ করা হয়। খুলনার ৫ মার্চের হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া প্রায় ৩০০ লোকের ওপর নতুন হামলা চালানোর হুমকি দেয়া হয়। রংপুরে ছাত্ররা কালিগঞ্জ থানার লালিবাড়ি গ্রামে ১২টা বাড়ি পুড়িয়ে দেয়।

আগামীকাল প্রকাশিত হবে
‘১৮-১৯ মার্চ : জনতা-সৈন্য গুলি বিনিময়’
‘যেভাবে স্বাধীনতা পেলাম’ বইটি পাওয়া যাচ্ছে ভোরের কাগজ প্রকাশনে (ভোরের কাগজ কার্যালয়, ৭০ শহীদ সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা)। এছাড়া নযড়ৎবৎশধমড়লঢ়ৎড়শধংযধহ.পড়স থেকেও সংগ্রহ করা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়