ওবায়দুল কাদের : ২১ আগস্ট মামলার আপিল শুনানি শুরু শিগগিরই

আগের সংবাদ

মহামারিতে মেগা প্রকল্পে স্থবিরতা

পরের সংবাদ

ব্যাটিং বিপর্যয়ে ভারত

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : লিডসের হেডিংলিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে গতকাল টসে জিতে ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় ম্যাচে দারুণ করলেও গতকাল তৃতীয় ম্যাচটিতে ভারতের উদ্বোধনী জুটি ব্যর্থ হয়। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় ভারত। কোহলি বাহিনীকে শুরুতেই বেকায়দায় ফেলে দিতে সবচেয়ে বড় অবদানটি রাখেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তিনি ওপেনার লুকেশ রাহুলকে ০ রানে, টেস্টে ভারতের ব্যাটিংয়ের সবচেয়ে আস্থার প্রতীক চেতশ্বর পূজারাকে ১ রানে ও অধিনায়ক বিরাট কোহলিকে মাত্র ৭ রানে সাজঘরে ফিরিয়ে দেন। আর দলের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে ১৮ রান করে অলি রবিনসনের বলে আউট হন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে রাহানে আউট হয়ে যান। অন্যরা আসা যাওয়ার মধ্যে থাকলেও এক পাশ আগলে রাখেন ওপেনার রোহিত শর্মা। এরপর ওভারটন তার গতি দিয়ে ভারতের রোহিত শর্মা, মোহাম্মদ সামি ও মোহাম্মদ সিরাজকে সাজঘরে পাঠিয়ে ভারতকে অল আউট করে দিতে বড় অবদান রাখে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে। তারা কোনো উইকেট না হারিয়ে ৮ রান করে।
তৃতীয় ম্যাচটিতেও ব্যর্থ হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টানা কয়েক ম্যাচ ধরে ব্যর্থ হওয়ায় তার সমালোচনা চলছিল। তিনি ঘুরে দাঁড়াবেন এ প্রত্যাশা ছিল সবার। কিন্তু কোহলি ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছেন।
সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হওয়ার পর, লর্ডসে দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক জয় পায় ভারত। এর মাধ্যমে এখন সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে রবিশাস্ত্রীর শিষ্যরা।
ফলে তৃতীয় ম্যাচটি ভারতের জন্য আরো এগিয়ে যাওয়ার মিশন। বিরাট কোহলিরা যদি এ ম্যাচে জয় তুলে নিতে পারেন তাহলে সিরিজে আর হারার শঙ্কা থাকবে না। কারণ চতুর্থ ও পঞ্চম ম্যাচে ইংল্যান্ড জয় তুলে নিলে তখন দুই দলের ব্যবধান দাঁড়াবে ২-২।
ভারত ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে কোন টেস্ট সিরিজে জয় তুলে নিতে পারেনি। ফলে রবিশাস্ত্রীর শিষ্যরা যদি লিডস ম্যাচে জয় তুলে নিতে পারে তাহলে সিরিজ জয়ের দিক দিয়েও অনেকটা এগিয়ে যেতে পারবে তারা। যদিও তারা এদিক দিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছে।
এদিকে সিরিজের প্রথম দুটি ম্যাচে ইংল্যান্ডের ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি ও ডম সিবলি পর পর দুটি ম্যাচে ব্যর্থ হওয়ায় তাদের বাদ দেয়া হয়েছে।
বোলারদের মধ্যে মার্ক উড সোমবার ইনজুরিতে পরে তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন। ফলে ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচটিতে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে আসতে হয় ইংল্যান্ড শিবিরে। তৃতীয় টেস্টে দলে দেখা যায় ডেভিড মালানকে। আর বোলারদের মধ্যে দলে ফিরেছেন ক্রেইগ ওভারটন। তিনি মার্ক উডের জায়গায় খেলার সুযোগ পেয়েছেন। যদিও শোনা যাচ্ছিল এ ম্যাচের মাধ্যমে টেস্ট অভিষেক হবে সাকিব মাহমুদের। কিন্তু তাকে নেয়া হয়নি।
এদিকে এখন পর্যন্ত ইংলিশদের মধ্যে সেরাটা দিতে পেরেছেন অধিনায়ক জো রুট। ভারতের বিপক্ষে ভালো কিছু করতে হলে ব্যাটিংয়ে আরো দুই একজনকে জ্বলে ওঠতে হবে।
গতকাল ম্যাচের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও দুই দলের এ লড়াইটিতে এগিয়ে থাকছে ভারতই। কারণ তারা ম্যাচটিতে নেমেছ ফুরফুরে মেজাজে ও অনেক আত্মবিশ্বাস নিয়ে। অপরদিকে সিরিজ বাঁচানোর জন্য ইংল্যান্ডের এ ম্যাচটিতে জয় ছাড়া কোন উপায় নেই।
এমন পরিস্থিতিতে তাদের চাপ নিয়েই খেলতে হচ্ছে। তাছাড়া ভারতের বোলিং বিভাগও বেশ শক্ত। সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে মূলত দেশটির বোলররাই জয়ের সবচেয়ে বড় ভিত্তিটি গড়ে দিয়েছে। ভারত আগের ম্যাচটির মতো চারজন পেসার নিয়ে নেমেছে। গতির ঝড় তুলে ইংল্যান্ডকে দুমড়েমুচড়ে দিতে ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি বড় অবদান রাখবেন বলেই সকলের প্রত্যাশা।
এর আগে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার এ সিরিজের প্রথম দুটি ম্যাচে বার বার বাগড়া দিয়েছে বৃষ্টি। প্রথম ম্যাচটিতে ভারত জয়ের খুব কাছে থাকলেও বৃষ্টির কারণে তাদের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে তৃতীয় ম্যাচটিতে বৃষ্টি বাগড়া দেয়ার সম্ভাবনা খুবই কম। আগামী সপ্তাহে খুব বেশি বৃষ্টি হবে না, এমন তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ফলে ম্যাচের পাঁচদিনের সব দিনই পাওয়া যাবে। তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির কাছাকাছি। সব মিলিয়ে বলা যায় লিডসের দর্শকরা টেস্টের দুই পরাশক্তির মধ্যে বড় রকমের একটি লড়াই দেখতে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়