ডুপ্লেক্স বাসায় অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

আগের সংবাদ

খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ : লকডাউনে কাজ করলে এখন ভোগান্তি হতো না > জমানো পানিতে বাড়ছে এডিস মশা

পরের সংবাদ

বাংলাদেশ কোস্ট গার্ড : মহাপরিচালক হলেন আশরাফুল হক চৌধুরী

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ কোস্ট গার্ডের ১৩তম মহাপরিচালক হিসেবে গতকাল সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে গত ১৭ আগস্ট তাকে মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় ১৯৮৮ সালের ১ জানুয়ারি কমিশন প্রাপ্ত হন রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। এরপরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে সুদানে দায়িত্ব পালন, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রিয়ার এডমিরাল পদে উন্নীত এবং বর্তমান নিয়োগ পাওয়ার আগে কমান্ডার খুলনা নৌঅঞ্চল হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি। রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী গণচীন থেকে ‘মিসাইল কমান্ড এন্ড ট্যাকটিক্স কোর্স’, পাকিস্তানে ‘গানারি স্পেশালাইজেশন কোর্স’সহ বিভিন্ন কোর্স’ সম্পন্ন করেন আশরাফুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়