ডুপ্লেক্স বাসায় অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

আগের সংবাদ

খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ : লকডাউনে কাজ করলে এখন ভোগান্তি হতো না > জমানো পানিতে বাড়ছে এডিস মশা

পরের সংবাদ

চট্টগ্রামে জন্মাষ্টমীর উৎসবের অর্থ যাবে অনাথ আশ্রমে

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : আগামী ৩০ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। করোনা মহামারির কারণে গত বছরের মতো এবারো চট্টগ্রামের ঐতিহ্যবাহী জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা হচ্ছে না। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব কোনো রকম আয়োজন ছাড়াই শুধু ধর্মীয় বিধি মোতাবেক পূজা-অর্চনার মধ্যে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতারা। জন্মাষ্টমী উৎসবের খরচের অর্থ দিয়ে নগরীর দেড় শতাধিক মঠ-মন্দিরে ও ৭-৮টি অনাথালয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। অনাথালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন নেতারা। গত মঙ্গলবার জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নগরীর জেএম সেন হলস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে পরিষদের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালে অংশ নেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুকুমার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জন্মাষ্টমী উৎসবের পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি, সারাদেশে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, উপজেলা কমিটি ও আঞ্চলিক কমিটির সম্মেলন হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর সেন ভোরের কাগজকে বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতির এ দুর্যোগের সময় আমরা অনুষ্ঠানিকতা বাদ দিয়ে মানবিক কাজে সেই টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়